বিজ্ঞাপন

অটোরিকশা চালক খুন, ৩ ছিনতাইকারীকে গণপিটুনি

November 29, 2018 | 10:30 am

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। ঘটনার পর স্থানীয় জনতা তিন ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

বুধবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের আমতলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক নুরুল আমিন (৪৫) পটিয়া পৌরসভার নুরুল হকের ছেলে।

বিজ্ঞাপন

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম সারাবাংলাকে জানান, পটিয়া থেকে চারজন ছিনতাইকারী যাত্রীবেশে ওই অটোরিকশায় করে বোয়ালখালীর শাকপুরার দিকে যাচ্ছিল। অটোরিকশা শাকপুরার আমতল এলাকায় পৌঁছার পর তারা চালককে ছোরার ভয় দেখিয়ে জিম্মি করে অটোরিকশাটি নিয়ে যাবার চেষ্টা করে।

এসময় চালক চিৎকার করে বাধা দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে তার পেটে ছুরিকাঘাত করা হয়।

চিৎকার শুনে স্থানীয় জনতা জড়ো হয়ে তিন ছিনতাইকারীকে ধরে ফেলতে সক্ষম হয়। তবে একজন পালিয়ে যায়। ওই তিনজনকে গণপিটুনি দিয়ে আটকে রাখা হয়। পরে থানা থেকে পুলিশ গেলে তাদের হাতে তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

আহত চালককে দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চালকের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায়ে একটি মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান ওসি।

সারাবাংলা/আরডি/এসএমএন

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন