বিজ্ঞাপন

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মিরাজ

December 3, 2018 | 3:28 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আইসিসির সবশেষ প্রকাশিত টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ লম্বা লাফ দিয়েছেন। ক্যারিয়ার সেরা র‌্যাংকিং পয়েন্টও অর্জন করেছেন মিরাজ। ১৪ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় মিরাজ প্রথমবারের মতো উঠেছেন ১৬ নম্বরে, পেয়েছেন ক্যারিয়ার সেরা ৬৯৬ রেটিং পয়েন্ট।

২১ বছর বয়সী মিরাজ মিরপুর টেস্টে ক্যারিয়ার সেরা বোলিং করেন। প্রথম ইনিংসে ৫৮ রানের বিনিময়ে তুলে নেন ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৫৯ রানে পান আরও ৫টি উইকেট। দুই ইনিংস মিলিয়ে মিরপুর টেস্টে ১১৭ রান দিয়ে নিয়েছেন সর্বোচ্চ ১২ উইকেট। চট্টগ্রাম আর মিরপুর টেস্ট মিলিয়ে দুই দলের উইকেট শিকারির তালিকায় শীর্ষে ছিলেন মিরাজ।

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো মাহমুদউল্লাহ রিয়াদ ১৫ ধাপ এগিয়ে চলে এসেছেন ব্যাটসম্যানদের তালিকায় ৪৮ নম্বরে। সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে রিয়াদ করেন ক্যারিয়ার সর্বোচ্চ ১৩৬ রান। যা সাদা পোশাকে তার তৃতীয় সেঞ্চুরি। টাইগার দলপতি সাকিব আল হাসান মিরপুর টেস্টে করেছিলেন ৮০ রান। যা তাকে সাত ধাপ এগিয়ে দিয়ে তুলে এনেছে ২১ নম্বরে।

বিজ্ঞাপন

এদিকে, মুমিনুল হক দুই ধাপ পিছিয়ে চলে গেছেন ২৬ নম্বরে আর মুশফিকুর রহিম সাত ধাপ পিছিয়ে চলে গেছেন ২৮ নম্বরে। মিরপুর টেস্টে না খেলা তামিম ইকবালের জায়গা অপরিবর্তিত (৩৪ নম্বরে)। অভিষেক টেস্টে ৭৬ রান করা সাদমান ইসলাম রয়েছেন ৮৩ নম্বরে। আর মিরপুরে বিশ্রামে রাখা ওপেনার ইমরুল কায়েস আছেন ৮৪ নম্বরে। জাতীয় দলে ফিরে ফিফটি করা লিটন দাস এগিয়ে চলে এসেছেন ৮৮ নম্বরে। ব্যাট হাতে ব্যর্থ ওপেনার সৌম্য সরকার পিছিয়ে চলে গেছেন ৯২ নম্বরে।

বোলারদের তালিকায় ২১ নম্বরে সাকিব আর ২২ নম্বরে তাইজুল। মিরপুর টেস্টে জায়গা হারানো পেসার মোস্তাফিজুর রহমান পিছিয়ে চলে গেছেন ৫৫ নম্বরে। ৭২ নম্বরে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া, সুভাশিষ ৭৯, আবু জায়েদ রাহি ৮৩, নাঈম হাসান ৮৪, আবদুর রাজ্জাক ৮৯, রুবেল হোসেন ৯২ আর নাজমুল ইসলাম অপু আছেন ৯৬ নম্বরে।

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে বরাবরের মতো শীর্ষে সাকিব। দুইয়ে ভারতের রবীন্দ্র জাদেজা, তিনে দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার, চারে ওয়েস্ট ইন্ডিজের জ্যাসন হোল্ডার আর পাঁচে ইংল্যান্ডের বেন স্টোকস। অলরাউন্ডার র‌্যাংকিংয়েও এগিয়েছেন মিরাজ। উঠে এসেছেন ১২ নম্বরে। মাহমুদউল্লাহ চলে এসেছেন ৩৪ নম্বরে, তাইজুলও এগিয়েছেন (৩৯ নম্বরে)।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন