বিজ্ঞাপন

ফ্লিনের জন্য কারাদণ্ড চাইবে না মুয়েলার টিম

December 5, 2018 | 6:33 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

২০১৬ মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ তদন্তকারী স্পেশাল কাউন্সেল টিম তদন্তে অভিযুক্ত মাইক্যাল ফ্লিনের বিরুদ্ধে কারাদণ্ড চাইবে না। এফবিআই’র কাছে মিথ্যা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সহযোগী। খবর বিবিসির।

রুশ হস্তক্ষেপ তদন্তকারী স্পেশাল কাউন্সেল রবার্ট মুয়েলার এক মেমোতে বলেছেন, ফ্লিন এই তদন্তে ট্রাম্পের নির্বাচনী টিম ও রুশ কর্মকর্তাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করেছেন।

মুয়েলারের বক্তব্য থেকে ইঙ্গিত মেলে যে, ভবিষ্যতে এই তদন্ত ট্রাম্পের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে।

বিজ্ঞাপন

ট্রাম্প রুশ হস্তক্ষেপ তদন্তকে একটি ‘উইচ হান্ট’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি তার প্রচারণা শিবির ও রুশ কর্মকর্তাদের মধ্যে কোন ধরণের আঁতাতের অভিযোগ অস্বীকার করেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৪ ডিসেম্বর) ফ্লিনের কারাদণ্ড না চাওয়া বিষয়ক মেমোতে বলা হয়, চলমান তদন্তে ফ্লিনের কারাদণ্ড না হওয়া বেশ প্রভাব ফেলবে। এতে ট্রাম্প শিবিরের অন্যান্য সদস্যরাও তদন্তে সহযোগিতা করতে এগিয়ে আসতে সাহস পাবে।

এদিকে, মুয়েলার টিম কারাদণ্ড না চাইলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। এখন পর্যন্ত মুয়েলারের তদন্তে ট্রাম্প প্রশাসনের একমাত্র দোষ স্বীকার করা ব্যক্তি হচ্ছেন ফ্লিন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ আরএ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন