বিজ্ঞাপন

মির্জা আব্বাসের মনোনয়ন যাচাই করতে আপিলের নির্দেশ

December 6, 2018 | 12:59 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: ঢাকা-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের মনোনয়নপত্র ২৪ ঘণ্টার মধ্যে যাচাই-বাছাই সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বাছাইয়ের পর কোনো পক্ষ আপিল করলে সেটিও ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন আদালত।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, সঙ্গে ছিলেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মির্জা আব্বাসের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি গত ৪ ডিসেম্বর হাইকোর্ট নির্বাচন কমিশনে থাকা ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকতার কাছে পাঠানোর পর তা ২৪ ঘণ্টার মধ্যে যাচাই-বাছাই সম্পন্ন করতে নির্দেশ দেন। এ আদেশের বিরুদ্ধে আবেদন করলে আজ আপিল বিভাগ ওই আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

সারাবাংলা/এজেডকে/জেএএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন