বিজ্ঞাপন

প্রশ্নগুলো সহজ, উত্তর কি জানা?

December 6, 2018 | 4:51 pm

|| কিযী তাহনিন||

বিজ্ঞাপন

আমি ভিকারুননিসা নূন স্কুল এবং কলেজের শিক্ষার্থী। প্রাক্তন বললাম না, কারণ আমি মনে করিনা একজন শিক্ষার্থী কখনো প্রাক্তন হয়ে যায়। আমার বেড়ে ওঠা, আমি আজকে যেমন, তেমন হয়ে ওঠা, সব কিছুর ওপর স্কুল কলেজের কিছু অবদান আছে (প্রতক্ষ্য,পরোক্ষ ভাবে) অস্বীকার করা যায়না। করিনা।

এখনো শিক্ষকদের সাথে দেখা হলে, যেমন জড়িয়ে ধরেন, তাদের প্রাণ ভরে ভালোবাসি, এটা যেমন সত্য। কিছু শিক্ষক দ্বারা ভীতি এবং যন্ত্রণার মুখোমুখি যে হইনি, এটা বললে ভীষণ অনুচিত হবে। হয়েছি। অবশ্যই হয়েছি। ছোটবয়সের মানুষের অপমানবোধ ভীষণ গাঢ় হয় কিন্তু। সে গাঢ় দাগ কখনো মুছেনা। আমাদের ও মুছেনি।

অরিত্রী আমাকে নাড়িয়ে দিয়ে গেছে। ভাবিয়েছে, ভাবাচ্ছে। আমি একদম নিশ্চিত ছিলাম এ বিষয়ে কিচ্ছু লিখবোনা। কাল স্কুল জীবনের প্রিয় বন্ধুর সাথে অনেক্ষন ফোনে কথা হলো। আমরা আমাদের পুরোনো গল্প – স্কুল জীবনের আঘাতের গল্প, ভালোবাসার গল্প নতুন করে করলাম, আমরা অরিত্রীকে ভাবলাম। ও বললো, ‘তুই কিছু লেখ’, সেই ভালোবাসার অনুরোধে লেখার চেষ্টা করছি। যা ভাবি, সব লেখা হয় কি?

বিজ্ঞাপন

ভিকারুননিসা নূন স্কুল নিয়ে আলোচনা হচ্ছে। হবেই। যা পরিচিত, তা নিয়ে আলোচনা হয়। অরিত্রীর মতন সংবেদনশীল কিশোরেরা আর বাকি সব স্কুলে ও আছে। বয়সটাই যে অভিমানের। অরিত্রীর শিক্ষকদের মতন অসংবেদনশীল মানুষও আছেন আর বাকি সব স্কুলে, যারা নিজেদের শিক্ষক বলে দাবি করেন। ঘটনাগুলো ঘটে যায় হঠাৎ করেই, মাঝে মাঝে। আর তখন তা আলোচনায় আসে।

ভেবেছিলাম তো লিখবোনা। আমরা কি জানিনা অরিত্রী কেন অভিমান করে চলে গেছে? তাহলে আর লিখে কি হবে?

আচ্ছা,

বিজ্ঞাপন

– একজন শিক্ষার্থীকে কেন সারাক্ষণ টিসির ভয় দেখানো হয়, জুজু বুড়ির মতন?
– টিসি দেবার নীতিমালা কি সবার জানা? নাকি এটা জোর যার মুল্লুক তার – এর মতন কতিপয় শিক্ষকদের নিজেদের সম্পত্তি?
– কোনো স্কুলে, বাচ্চাগুলোর মানসিক স্বাস্থ্য পর্যবেক্ষণের ব্যবস্থা আছে?
– শিক্ষকদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় তো?
– শিক্ষকরা বুঝলাম শিক্ষার্থীদের মনিটর করেন। তো শিক্ষকদের আচরণ মনিটর করেন কে?
– শিক্ষকদের নিয়োগ হয় কিভাবে? তাদের বেতন যথার্থ তো? তারা সবাই স্বেচ্ছায় এ পেশায় আসছেন তো? নাকি অন্য কোনো – – – কাজ না পেয়ে … বাধ্য হয়ে, বিরক্ত হয়ে এ পেশা বেছে নিচ্ছেন?
– এখন শিক্ষার্থীকে ৫/৬ ঘন্টা স্কুলের পর কেন কোচিং করতে হয়?
– এই কোচিং বাধ্যতামূলক করবার এক্তিয়ার কার?
– কোচিং না করলে কি কি হয়?
– আচ্ছা একটা বাচ্চাকে নকলের মতন একটি অসৎ উপায়ের সাথে পরিচয় করায় কে? নকল তাকে কেন করতে হয়?
– কেন তাকে মিথ্যা বলতে হয়, কিসের ভয়ে?
– পরীক্ষায় খুব ভালো রেজাল্ট না হলে কি হয়? কে চাপ দেয়? স্কুল? পরিবার?

এ প্রশ্নের উত্তরগুলো যেদিন আমরা জেনে যাবো, সেদিন আমরা জেনে যাবো অরিত্রী কেন চলে যায়? অরিত্রীরা কেনো চলে যায়?

সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন