বিজ্ঞাপন

ইউপিডিএফ নেতার আত্মসমর্পন, ৩৬ বছরের গেরিলা জীবনের অবসান

December 6, 2018 | 6:22 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

খাগড়াছড়ি: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর রাঙ্গামাটি জেলার নানিয়ারচর অঞ্চলের শীর্ষ নেতা ও সাংগঠনিক পরিচালক আনন্দ চাকমা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পন করেছেন। এসময় তার কাছে তারা একটি বিদেশি অস্ত্র ও তিন রাউন্ড গুলিও জমা দেন তিনি।

বুধবার (৫ ডিসেম্বর) রাতে সেনাবাহিনীর মহালছড়ি জোনে অস্ত্র সমর্পন করেন এই নেতা। আত্মসমর্পনের পর নিরাপত্তাবাহিনী ও পুলিশ বাহিনী বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরে তাকে সাংবাদিকদের মুখোমুখি করে।

এসময় আনন্দ চাকমা বলেন, মূলতঃ চাঁদাবাজি, খুন, গুম, অপহরণসহ সাধারণ পাহাড়ি ও বাঙ্গালীদের নির্যাতনের কারণে অসন্তুষ্ট হয়ে তিনি ইউপিডিএফ ছাড়তে বাধ্য হন। এছাড়া পরিবারের সুখ শান্তি বিবেচনা করে স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নেন। স্বাভাবিক জীবনে ফিরতে তার মত অনেকেই উদগ্রীব বলে জানান তিনি। কিন্তু ইউপিডিএফ এর ভয়ে তারা আত্মসমর্পনের সাহস করছেন না।

বিজ্ঞাপন

আনন্দ চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালায়। গেলো প্রায় ৩৬ বছর ধরে গেরিলা জীবন কাটচ্ছেন। চার বছর ধরে তিনি ইউপিডিএফ এর সঙ্গে জড়িত।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন