বিজ্ঞাপন

ক্যালিফোর্নিয়ায় ভূমিধ্বসে নিহত ১৩, উদ্ধার চলছে

January 10, 2018 | 5:19 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে ব্যাপক ভূমিধ্বসে অন্তত ১৩ জন নিহত হয়েছে। আটকেপড়া মানুষদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবারের ভূমিধ্বসে প্রায় ৫০ কিলোমিটারের মতো এলাকার রাস্তা-ঘাট নষ্ট হয়ে গেছে। পুলিশ জানিয়েছে দুর্যোগপূর্ণ এলাকা দেখতে প্রায় ‘প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধক্ষেত্রের’ মতো হয়ে গেছে।

সান্তা বারবারার পূর্বাঞ্চলে রোমেরো ক্যানিয়ন এলাকায় প্রায় ৩০০ জনের মতো মানুষ আটকে পড়ে। সকাল থেকে আটকেপড়াদের উদ্ধারে নেমেছে উদ্ধারকর্মীরা।

বিজ্ঞাপন

তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকারীরা।

ভূমিধ্বসের কারণে বেশ কিছু রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় বিঘ্ন হচ্ছে উদ্ধার তৎপরতা। এ ছাড়া ঝড়ের কারনে আহত হওয়া ১৬৩ জনকে উদ্ধার করে একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড বিভাগ বেশকিছু হেলিকপ্টার পাঠিয়েছে উদ্ধার অভিযানে অংশ নিতে।

বিজ্ঞাপন

এ মৌসুমের প্রথম বৃষ্টিপাতের ফলে এই ভূমিধ্বসের সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছে, এর আগে ডিসেম্বরে সেখানে ভংঙ্কর দাবানলের ফলে মাটি আলগা হয়েছিল। বৃষ্টিপাতের কারণে ভূমিধ্বসের সৃষ্টি হয়েছে।

২০১৭ সাল ছিল বিগত পাঁচ-ছয় বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ একটি বছর।

এ ব্যাপারে গত বছর ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন জানান, ‘রাষ্ট্র নতুন একটি সমস্যার সম্মুখিন হতে যাচ্ছ।’

জলবায়ু পরিবর্তনের কারণেই কয়েক বছর পরই সেখানে দাবানল হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন