বিজ্ঞাপন

বিক্ষোভ থেকে অনশনে আন্দোলনরত শিক্ষার্থীরা

December 9, 2018 | 8:27 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় গ্রেফতার শ্রেণিশিক্ষক হাসনা হেনার মুক্তির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন, বিক্ষোভ ও অনশন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

রোববার (৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকেই শিক্ষিকার মুক্তির দাবিতে প্রতিষ্ঠানটির মূল ফটকে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এর অাগে গতকাল দুপুরে তাদের এই কর্মসূচি শুরু হয়।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা আজ সকাল থেকে নানা রকম প্ল্যাকার্ড হাতে শ্লোগান দিতে থাকে। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল—‘মুক্তি চাই, মুক্তি চাই, হাসনা হেনার মুক্তি চাই; নির্দোষ নির্দোষ, আমার মা নির্দোষ; ফিরবো না, ফিরবো না, মাকে ছাড়া ফিরবো না’ ইত্যাদি শ্লোগান।

বিজ্ঞাপন

সকাল থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হলেও তিন ঘণ্টা পর সকাল ১১টার দিকে তাদের হাতের প্ল্যাকার্ডে অনশন শব্দটি যোগ করে আনুষ্ঠানিকভাবে অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী সারাবাংলাকে বলেন, ‘সকাল আটটা থেকে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছিলাম। পরে সকাল সোয়া ১১টার দিকে আমাদের সিনিয়র এক আপু বলেছেন অনশন করার জন্য। তাই আমরা এখন অনশন পালন করছি। আমাদের মায়ের মতো শিক্ষককে ছাড়া আমরা ফিরবো না।’

সারাবাংলা/এফইউ/এমআই

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন