বিজ্ঞাপন

আমি হানাহানি করে এমপি হতে চাই না: তোফায়েল

December 13, 2018 | 10:56 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ভোলা: ‘আমি হানাহানি ও মারামারি করে এমপি হতে চাই না। আমি চাই আপনারা ভোটকেন্দ্রে গিয়ে আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করবেন, বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে নির্বাচনী প্রচারে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তাহলেই আমি আপনাদের সকল কাজ করে দিতে পারবো। আমার কাজ করতে মন্ত্রী হওয়া লাগে না, শুধু এমপি হলেই হয়। আমি আপনাদের জন্য আমার জীবন উৎসর্গ করেছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ১৯৭৯ ও ২০০১ সালের নির্বাচন ছাড়া আছি সব নির্বাচনে জয় লাভ করেছি। ওই দুটি নির্বাচনে আমাকে জোর করে হারানো হয়েছে।

এ ছাড়া বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘২০০১ সালের নির্বাচনের পর ভোলায় বিএনপির লোকজন আমার গাড়িতে বোমা মেরেছে। আমার ওপর হামলা করে রক্তাক্ত করেছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর নির্মম অত্যাচার করা হয়েছে। কিন্তু আমরা ক্ষমতায় আসার পর কোনো প্রতিশোধ নেইনি। এমনকি বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর যে কোনো কাজের জন্য আমার কাছে আসলে আমি করে দেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বিশ্বে মর্যাদাশালী দেশ ও উন্নয়নের রোল মডেল। আওয়ামী লীগ দেশে যে উন্নয়ন করেছে তা আর কোনো সরকার করেনি। আমরা দেশে ব্যাপক উন্নয়ন করেছি। আমাদের ভোলার চারটি নির্বাচনী এলাকায় অনেক উন্নয়ন কাজ হয়েছে। ভোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল- ভোলাকে নদীর হাত থেকে রক্ষা করা। এ ছাড়া ভাঙন রোধে ৩ হাজার ২০০ কোটি টাকার কাজ হয়েছে। এখন আর নদী ভাঙন সমস্য নেই।’

বিজ্ঞাপন

আগামী নির্বাচনে আবারও নৌকায় মার্কায় ভোট নিয়ে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের প্রতি আহবান জানান তিনি।

পথ সভায় বাণিজ্যমন্ত্রীর হাতে ফুল দিয়ে বিএনপি ও বিজেপির শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জাঙ্গালিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন