বিজ্ঞাপন

ছবিতে উইন্ডিজ বধের স্মরণীয় মুহূর্ত

December 15, 2018 | 3:06 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দাপুটে বোলিং ও ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে বাংলাদেশ জিতে নিয়েছে সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এটি চতুর্থ সিরিজ জয়। বিশ্বকাপের আগে মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহদের দেশের মাটিতে এটাই ওয়ানডে ফরম্যাটের শেষ সিরিজ। তাতে জয় নিয়ে দারুণ এক আত্মবিশ্বাসের জ্বালানী নিয়ে রাখলো টাইগাররা।

১। জুনিয়রদের সাহস জোগাচ্ছেন মাশরাফি-মুশফিকরা

 

২। বল হাতে মাশরাফি আর ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তামিম। মাশরাফি নিয়েছেন দুই উইকেট আর তামিম খেলেছেন সর্বোচ্চ ইনিংস।

 

বিজ্ঞাপন

৩। দীর্ঘদিন পর ওয়ানডেতে ফিরে সাইফউদ্দিনের বোলিং অ্যাকশন। প্রতিপক্ষের জমে উঠতে থাকা জুটি ভেঙেছেন সাইফ, ফিরিয়েছেন মারলন স্যামুয়েলসকে।

 

৪। কলার উঁচিয়ে মাশরাফির বোলিং অ্যাকশন। নিজের পর পর দুই ওভারে দুটি উইকেট তুলে নেন তিনি।

 

৫। উইকেটের আবেদন ম্যাশের। কেমো পলের পর কেমার রোচকেও ফিরিয়েছেন টাইগার অধিনায়ক।

 

বিজ্ঞাপন

৬। দুর্দান্ত ৮০ রানের ইনিংসের পথে সৌম্য সরকার, ফিফটির পর ব্যাটে ঝড় তুলেছিলেন। জেগেছিল সেঞ্চুরির সম্ভাবনাও। শেষ পর্যন্ত অবশ্য বোল্ড হয়ে যান ৮০ রানে।

 

৭। ১৩১ রানের জুটি গড়া তামিম-সৌম্য। দ্বিতীয় উইকেটে ১২৬ বলে দুজনের জুটির সেঞ্চুরি হয়। এ নিয়ে ২৭ ইনিংসে চারটি সেঞ্চুরির জুটি গড়েন তারা দুজন।

 

৮। ৮১ রানের ইনিংস খেলার পথে দেশসেরা ওপেনার তামিম। আগের ম্যাচে ফিফটি করে বাজে শটে আউট হওয়া তামিম এ দিন ফিরেছেন দলের জয় সঙ্গে নিয়ে। অপরাজিত ছিলেন ১০৪ বলে ৮১ রান করে।

 

৯। বলের দিকে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের তীক্ষ্ন দৃষ্টি। জয়ের পথে তামিমের সঙ্গী ছিলেন তিনি।

 

বিজ্ঞাপন

১০। ম্যাচ শেষ করে মাঠ ছাড়ার আগ মুহূর্তে দুই অপরাজিত ব্যাটসম্যান তামিম-মুশফিক। বাংলাদেশের জয় ধরা দেয় ৬৯ বল হাতে থাকতেই।

 

১১। ক্যারিয়ার সেরা ওয়ানডে বোলিং করা মিরাজকে নিয়ে মাহমুদউল্লাহ-মুশফিকদের উচ্ছ্বাস। ১০ ওভারে ২৯ রান খরচায় মিরাজ তুলে নেন চারটি উইকেট।

 

১২। ম্যাচসেরা মিরাজ, মাশরাফির হাতে সিরিজের ট্রফি। বোলারদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে আর ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে ইনিংস খেলার সুবাদে বাংলাদেশ সিরিজ জেতে ২-১ ব্যবধানে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন