বিজ্ঞাপন

দুই বাংলার শিল্পীদের তুলির আঁচড়ে ‘নস্টালজিয়া’

December 11, 2018 | 6:10 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

ঢাকা: শুরু হলো বাংলাদেশ ও ভারতের চিত্রশিল্পীদের যৌথ আন্তর্জাতিক চিত্রকলা প্রদর্শনী নস্টালজিয়া। মঙ্গলবার (১১ ডিসেম্বর) কলকাতার বিড়লা একাডেমি অব আর্ট অ্যান্ড কালচারে প্রদর্শনীটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রসমালোচক শিল্পী দেবব্রত চক্রবর্তী, শিল্পী বাদল পাল, চলচ্চিত্র অভিনেতা অমিতাভ ভট্টাচার্য্য এবং বিড়লা একাডেমি অব আর্ট অ্যান্ড কালচারের কিউরেটর শিখা রায়।

নস্টালজিয়া

বিজ্ঞাপন

প্রদর্শনীতে ভারতের বিভিন্ন রাজ‌্যের ২২ জন এবং বাংলাদেশের দু’জনসহ মোট ২৪ জন শিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য নস্টালজিয়া উন্মুক্ত থাকবে।

বাংলাদেশের শিল্পী শারমিন রহমান খান (ইতি) বলেন, ভিনদেশি শিল্পীদের সাথে নিজেদের চিত্রকর্মের প্রদর্শনী শিল্পের আদান-প্রদানে দারুণ ভূমিকা রাখে। চমৎকার এ রকম আয়োজন যেন আরও হয় সে ব্যাপারে আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করছি।

বাংলাদেশ থেকে অংশ নেওয়া অন্যজন হলেন নেসার আহমেদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন