বিজ্ঞাপন

আজ বিশ্ব এইডস দিবস

December 1, 2017 | 6:15 am

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

আজ ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। প্রতিবারের মতো এবারো বাংলাদেশে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো- ‘স্বাস্থ্য আমার অধিকার’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

এইডস এর বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৮৮ সাল থেকে ‘বিশ্ব এইডস দিবস’ পালিত হয়ে আসছে। ইউএন-এইডস এর তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে প্রায় ৩৬৭ মিলিয়ন মানুষ এইডস এ আক্রান্ত। এ পর্যন্ত প্রায় সাড়ে তিন কোটি মানুষ এ রোগে মৃত্যুবরণ করেছে। এখনো এ রোগের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি; ফলে বর্তমানে প্রচলিত চিকিৎসা ব্যয়বহুল এবং আমৃত্যু এ চিকিৎসা চালিয়ে যেতে হয়।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার বাণীতে বলেছেন, ‘এইডস এর সহজলভ্য এবং মানসম্পন্ন চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি আরও বলেন, ‘বাংলাদেশে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণের হার ০.০১ ভাগেরও নিচে; এটি একটি স্বস্তির বিষয়। তবে ভৌগোলিক অবস্থান, অসচেতনতা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অনিয়ন্ত্রিত আচরণ ও ভ্রান্ত ধারণার জন্য এ দেশে এইডস এর ঝুঁকি বিদ্যমান।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, ‘জনসচেতনতা বৃদ্ধি, নিয়ন্ত্রিত জীবনব্যবস্থা, মাদক বর্জন, নৈতিকতার উন্নয়ন, ধর্মীয় অনুশাসন ও যথাযথ চিকিৎসার মাধ্যমে আমরা বাংলাদেশকে এইডস থেকে ঝুঁকিমুক্ত করতে পারি।’

সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ এইডস নির্মূল করতে সক্ষম হবে আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) এইচআইভি/এইডস বিষয়ক লক্ষ্য অর্থাৎ ২০৩০ সালের মধ্যে দেশে এইডস রোগ নির্মূল করার জন্য জাতিসংঘের নিকট প্রতিশ্রুতিবদ্ধ।’

বিজ্ঞাপন

এইডস সংক্রমণ থেকে রক্ষা পেতে সচেতনতা বৃদ্ধি, কুসংস্কার দূরীকরণ ও মানুষের আচরণ পরিবর্তন জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কার্যকর পদক্ষেপ গ্রহণও জরুরি। একই সঙ্গে দেশের প্রচলিত ধর্মীয়, সামাজিক ও পারিবারিক অনুশাসনগুলো মেনে চলারও তাগিদ দিয়েছেন তারা।

সারাবাংলা/এমএইচটি/আইজেকে/ডিসেম্বর ০১, ২০১৭

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন