বিজ্ঞাপন

বাংলাদেশের খেলা সরাসরি দেখুন সারাবাংলা ডট নেটে

January 12, 2018 | 10:38 am

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

নতুন বছরে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যস্ত সূচি। আর এ সূচির সঙ্গে তাল মিলিয়ে পথ চলবে সারাবাংলা ডট নেট। নতুন এই নিউজ প্লাটফর্মটিতে ২২ গজের খুঁটিনাটি সব খবর তো থাকছেই। সঙ্গে সরাসরি দেখানো হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজের সব খেলাও।

শুধু ত্রিদেশীয় সিরিজ নয়, শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও সারাবাংলায় খেলা দেখা যাবে সরাসরি।

বিজ্ঞাপন

সারাবাংলা ডট নেটের তরফে জানা গেছে, এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো মূলধারার নিউজ প্লাটফর্মে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলা সরাসরি দেখানো হতে যাচ্ছে।জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা ও বাংলাদেশের ত্রিদেশীয় এ সিরিজের সব খেলাই সরাসরি দেখানো হবে সারাবাংলায়।

জানা গেছে, ত্রিদেশীয় এ ক্রিকেট সিরিজের সম্প্রচার স্বত্ব আনুষ্ঠানিকভাবে গাজী টিভির। টেলিভিশন চ্যানেলটির সঙ্গে এই খেলা সরাসরি দেখানো হবে অনলাইন প্লাটফর্ম র‍্যাবিটহোলের অ্যাপ্লিকেশন, ফেসবুক ও ইউটিউবেও।

বিজ্ঞাপন

খেলা সরাসরি দেখানো ছাড়া্ও সারাবাংলা ডট নেটে খেলার সব টাটকা খবর প্রকাশিত হবে মাঠ থেকেই। একই সঙ্গে খবরও মাঠের এমন মেলবন্ধন বাংলাদেশে এটাই প্রথম।তো আর দেরি কেন? এই লিংকে ক্লিক করে সবুজ মাঠের খেলা এবার দেখুন অনলাইনে, থাকুন সারাক্ষণ সারাবাংলায়।

Rabbithole APP Download Link

বিজ্ঞাপন

iOS: https://goo.gl/vJjyyL

Android: https://goo.gl/UNCWS2

বিজ্ঞাপন

লাইভলিঙ্কঃhttps://www.youtube.com/watch?v=d9iPHzLF8yM

এছাড়াও সব খেলার হাইলাইটস দেখতে পাবেন

Highlights Channel Link: https://www.youtube.com/channel/UCNU0Vv6U1xZS82cIQrgDeqw

সারাবাংলা/এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন