বিজ্ঞাপন

বকেয়া বেতন-ভাতার দাবিতে জনকণ্ঠ ভবন অবরুদ্ধ

December 22, 2018 | 9:41 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: পাওনা বেতন ও ভাতা পরিশোধ না করায় নিউ ইস্কাটন রোডের জনকণ্ঠ ভবন অবরোধ করে রেখেছেন গণমাধ্যমটির কর্মীরা। শনিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার পর ওই ভবনে জাতীয় দৈনিকটির মালিক ও সম্পাদককে অবরুদ্ধ করেছেন তারা।

এ বিষয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দৈনিক জনকণ্ঠের ইউনিট চিফ রাজন ভট্টাচার্য সারাবাংলাকে বলেন, তিন মাস আগে আমাদের বকেয়া-বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিল। সেসময় লিখিত দিয়ে বলা হয়েছিল, ডিসেম্বরের মধ্যে পাওনা পরিশোধ করা হবে।

তিনি বলেন, যেহেতু ডিসেম্বর মাস চলে যাচ্ছে এবং শেষ সপ্তাহে ব্যাংক বন্ধ থাকবে, তাই আমরা ২২ তারিখের মধ্যে পাওনা বেতন দেওয়ার নোটিশ দিয়েছিলাম। তবে তা দেওয়া হয়নি। সে কারণেই আজ সবাই ভবনটিতে মালিক-সম্পাদককে অবরুদ্ধ করেছেন। বেতন-ভাতা না পাওয়া পর্যন্ত অবরোধ চলবে।

বিজ্ঞাপন

একই দাবিতে প্রতিষ্ঠানটির কর্মীরা কর্মবিরতি পালন করছে বলেও তিনি জানান।

সবশেষ খবর ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত অবরোধ চলছিল। এদিকে, রোববারের (২৩ ডিসেম্বর) জনকণ্ঠ প্রকাশ হওয়া নিয়েও সংশয় তৈরি হয়েছে। শেষ হয়েছে প্রথম সংস্করণ প্রকাশের সময়ও। ই-জনকণ্ঠে এখনও ২২ ডিসেম্বরের নগর সংস্করণই দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এনএইচ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন