বিজ্ঞাপন

‘নির্বাচন আসলে বিএনপি-জামায়াতের বীভৎস রূপ বেরিয়ে আসে’

December 26, 2018 | 5:48 pm

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্টের কালো টাকার প্রভাব, সন্ত্রাস-নাশকতা ও সহিংস রূপ ততই উন্মোচিত হচ্ছে—বলে মন্তব্য করেছেন আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক জা‌হাঙ্গীর ক‌বির নানক।

বুধবার (২৬ ডিসেম্বর) দুপু‌রে রাজধানীর ধানম‌ন্ডিতে আওয়ামী লী‌গ সভা‌নেত্রীর রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে দ‌লের পক্ষ থে‌কে আয়োজিত সংবাদ স‌ম্মেল‌নে তি‌নি এসব কথা ব‌লেন।

নির্বাচনের আগে নীতি ও সততার মুখোশ ছেড়ে বিএনপি-জামায়াতের বীভৎস্য চেহারা বেরিয়ে আসছে, বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

নানক ব‌লেন, ‘গতকাল রাজধানীর মতিঝিল এলাকা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বিএনপি প্রার্থীর পোস্টার ও তার সঙ্গে ঢাকার একটি আসনের সব ভোটারের নাম-ঠিকানা সম্বলিত তালিকাসহ হাওয়া ভবনের কর্মকর্তা ও এক ব্যবসায়ী গ্রেফতার করেছে।’

‘র‌্যারে‌ব জিজ্ঞাসাবাদে উঠে এসেছে—এর আগেও দেশের বিভিন্ন স্থানে বিএনপি জামাত ও ঐক্যফ্রন্টের প্রার্থীদের পক্ষে প্রায় দেড় শ কোটি টাকা পাঠানো হয়েছে, যেসব অর্থ দুর্নীতিবাজ, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানের মাধ্যমে দুবাই থেকে বাংলাদেশে এসেছে বলে গণমাধ্যমের খবর হয়েছে।’

এ ছাড়া ড. কামাল হোসেন প্রস‌ঙ্গে তি‌নি ব‌লেন, ‘গতকাল নির্বাচন কমিশনে গিয়ে তিনি কীভাবে একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে মাস্তানি করেছেন—এমনকি আমাদের দেশের পেশাদার পুলিশ বাহিনীকে নিয়ে অত্যন্ত অসম্মানজনক মন্তব্য করেছেন। যা আমারা মুখেও আনতে চায় না। আমাদের গৌরব ও মর্যাদার সেনাবাহিনীকে নিয়েও পরিকল্পিত মিথ্যাচার ও বিভ্রান্তিমূলক মন্তব্য করেছেন।’

বিজ্ঞাপন

তি‌নি ব‌লেন, ‘কামাল হোসেনরা লালকার্ড পাওয়ার মতো একাধিক ফাউল করলেও নির্বাচন কমিশন অংশগ্রহণমূলক নির্বাচনে অত্যন্ত নমনীয় ভূমিকা পালন করছেন।’

‘বিএনপি-জামায়াত নিজেদের দলীয় কোন্দল থেকে সৃষ্ট সংঘর্ষের ঘটনাকে পুঁজি করে উল্টো আওয়ামী লীগকে দোষারোপ করছে এবং সরকার, প্রশাসন ও দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে’ বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপির রাজনীতির বিষয়ে তি‌নি ব‌লেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা স্বৈরাচার মেজর জিয়া বলেছিলেন আমি রাজনীতিকে রাজনীতিবিদদের জন্য কঠিন করে তুলবো—তিনি সেইদিন বাংলাদেশের সুস্থ রাজনীতি ও নিরপেক্ষ নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড সম্পূর্ণভাবে ধ্বংস করেছিলেন। তার অনুসারী বিএনপি আজও সেই অপরাজনীতির ধারা রক্ষা করে চলছে।’

‘আমরা বিএনপির নেতাদের আহ্বান জানাই—আপনারা সুস্থ, স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসুন। আসুন আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও কল্যাণকর বাংলাদেশ নির্মাণে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের ভিত্তিতে ঐক্যবদ্ধ হই।’

বিজ্ঞাপন

এ সময় সংবাদ স‌ম্মেল‌নে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুরসহ অনেকে।

সারাবাংলা/এমএমএইচ/এমআই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন