বিজ্ঞাপন

রাজশাহীতে বিএনপি সমর্থকদের লাঠির আঘাতে আ.লীগ কর্মীর মৃত্যু

December 30, 2018 | 12:40 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

রাজশাহী : রাজশাহীতে ভোট দেওয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

রোববার (৩০ ডিসেম্বর) সকালে রাজশাহী-৩ (পবা-মেহেরপুর) আসনের মোহনপুরের পাকুরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তির নাম মেরাজুল ইসলাম। তার বাড়ি পাকুরিয়া এলাকাতেই। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে জানিয়েছেন
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন।

ওসি বলেন, সকালে ভোটকেন্দ্রে প্রবেশের আগে বিএনপি ও আওয়ামী লীগের স্থানীয় কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ভোট দেওয়া নিয়ে এই সংঘর্ষে প্রতিপক্ষের লাঠির আঘাত মাথায় লাগলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মেরাজুলের।

বিজ্ঞাপন

তবে এই ঘটনা কেন্দ্রের বাইরে ঘটায় কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করা হয়নি। ভোটগ্রহণ যথারীতি চলছে।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন