বিজ্ঞাপন

আনন্দ মিছিল না করতে শেখ হাসিনার নির্দেশ

December 30, 2018 | 7:31 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: দলের নেতা কর্মীদের কোনো ধরনের আনন্দ মিছিল না করতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম।

রোববার (৩০ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নেতাকর্মীদের দলের প্রধানের এই নির্দেশের কথা জানান।

দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব তা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন এইচ টি ইমাম।

বিজ্ঞাপন

ভোটের ফল হাতে না পাওয়া পর্যন্ত নেতাকর্মীদের ভোটকেন্দ্র ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।  এইচ টি ইমাম বলেন, প্রত্যেক ভোট কেন্দ্রে যারা উপস্থিত রয়েছে তা যেন ভোটের ফল বুঝে না পাওয়া পর্যন্ত ভোট কেন্দ্র ত্যাগ করবেন না।

কয়েকটি অপ্রীতিকর ঘটনা ছাড়া দেশের সব জায়গায় সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনি সহিংসতায় সারাদেশে যারা মারা গেছেন তাদের বিষয়ে দুঃখপ্রকাশ করে এইচ টি ইমাম বলেন, যারা এসব ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাদের সকলকেই আইনের আওতায় এনে বিচার করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এসএমএন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন