বিজ্ঞাপন

‘বিশ্ব যখন জঙ্গি দমনে হাবু-ডুবু খাচ্ছে, আমরা তখন সফল’

January 13, 2018 | 8:23 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: ‘বিশ্ব যখন জঙ্গি দমনে হাবু-ডুবু খাচ্ছে, আমরা তখন জঙ্গিদের দমনে সফলতা দেখিয়েছি’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘এ সরকারের গত ৯ বছরের আমলে ৮০ হাজার পুলিশ সদস্য বৃদ্ধি করা হয়েছে। নেওয়া হয়েছে প্রয়োজনীয় যুগোপযোগী পদক্ষেপ। তাই আমরা জঙ্গি দমনে এতটা সফলতা পেয়েছি। আমরা তাদের প্রতিহত করেছি।’

রাজধানীর শিল্পকলা একাডেমিতে শনিবার সন্ধ্যায় উন্নয়ন মেলা ২০১৮-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

আসাদুজ্জামান খান আরও বলেন, ‘দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। আর এই কাজটি পুলিশ বাহিনী করছে। এ ছাড়াও সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডকেও অনেক আধুনিক করা হয়েছে। এই দুই বাহিনীতেও অনেক সদস্য যোগ করা হয়েছে। তাদের অনেক সুযোগ-সুবিধাও বৃদ্ধি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সারাবিশ্ব যখন নিরাপত্তাহীনতায় ভোগে, তখন বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে জঙ্গি, সন্ত্রাস, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অপরাধী সম্পর্কে তথ্য জানাচ্ছে। কারণ দেশের মানুষ শান্তি প্রিয়।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশে মিশনে গিয়েও আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রশংসা অর্জন করেছে। বাংলাদেশের নারী পুলিশেরও প্রশংসা হয়েছে। ইউএনডিপি তো বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশংসায় পঞ্চমুখ। উন্নয়নের এ ধারা শুরু করার জন্য দেশের একজন শক্ত নেতা ও তার নেতৃত্বের প্রয়োজন ছিল। অনেক অপেক্ষার পর সে নেতৃত্ব আমরা পেয়েছি। তাই তো আমরা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন— ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দীন, ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহম্মদ মুনির হোসেন, ঢাকার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, ঢাকার সিভিল সার্জন ডা. মো. এহ্সানুল করিম ও নৌ-বাহিনীর ক্যাপ্টেন সাইফুর রহমান।

সারাবাংলা/এসআর/আইজেকে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন