বিজ্ঞাপন

হাসপাতালে অবহেলার শিকার কাঙালিনী সুফিয়া

January 3, 2019 | 1:47 pm

।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

গত ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে লোকসংগীতশিল্পী কাঙালিনী সুফিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধের ব্যবস্থা করার ব্যবস্থার নির্দেশ দেয়া হয় সরকারের তরফ থেকে। সরকারি নির্দেশনার পর হাসপাতালে কিছুদিন তাকে গুরুত্ব সহকারে চিকিৎসা সেবা দেয়া হলেও দিনে দিনে বদলে যায় পরিস্থিতি। কাঙালিনী সুফিয়ার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বর্তমানে সুফিয়ার চিকিৎসায় ভীষণরকম  অবহেলা করা হচ্ছে। সারাবাংলাকে কাঙালিনী সুফিয়ার মেয়ে পুষ্প বলেন,

প্রথম প্রথম হাসপাতালের ডাক্তার, নার্সরা ভালো  সেবা দিয়েছিলেন। ঠিকঠাক ঔষধ দিচ্ছিলেন। কিন্তু হঠাৎ তারা নির্বাচনের দুই দিন আগে থেকে পরবর্তী চারদিন কোন ঔষধ দেননি। নার্সদের কাছে ঔষধ চাইলে তারা খারাপ ব্যবহার করছেন। কি কারণে তারা এমনটা করছেন আমরা জানি না।

তবে গতকাল থেকে আবারও ঔষধ দিচ্ছেন বলে জানান সুফিয়ার মেয়ে। কাঙালিনী সুফিয়া কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘মায়ের অবস্থা আগের থেকে বেশ ভালো। দুই একদিনের মধ্যে হয়ত ছাড়পত্র দেবেন।’

বিজ্ঞাপন

পুষ্প আরও বলেন, ‘আমরা খুব আর্থিক সংকটে ভুগছি। সুস্থ হয়ে ওঠার জন্য মাকে ঔষধের পাশপাশি ভালো খাবার দিতে হবে। ভালো খাবার কিনে খাওয়ানোর মতো সামর্থ্যও আমাদের নেই।’

মায়ের সাহায্যে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন তিনি।

সারাবাংলা/আরএসও/পিএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন