বিজ্ঞাপন

যেভাবে হলো শপথ

January 3, 2019 | 2:04 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: দেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য রেখে নিজের কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হতে দেবেন না বলে অঙ্গীকার করে একাদশ জাতীয় সংসদে শপথ নিয়েছেন সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকাল সোয়া ১১টায় শেরে বাংলানগরে সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

বিজ্ঞাপন

শুরুতেই দশম সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী একাদশ সংসদের সংসদ সদস্য হিসেবে নিজের কাছে নিজে শপথ নেন। তিনি এবার স্পীকার রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হন।

শপথ অনুষ্ঠান পরিচালনার শুরুতে সংসদ সচিব জাফর আহমেদ খান সকলকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি স্পীকারের অনুমতি নিয়ে অনুষ্ঠান শুরু করেন।

বিজ্ঞাপন

এরপর সংসদ সচিব জাফর আহমেদ খান বলেন, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ৫ (৩) বিধিতে বিদায়ী স্পীকার সংসদে পুনরায় নির্বাচিত হলে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ পরিচালনার পূর্বে স্পীকারের সংসদ সদস্য হিসাবে নিজেই নিজের শপথ নেওয়ার বিধান রয়েছে। তাই প্রথমে সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ ও তৃতীয় তফসিলের ৫ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ৫এর (৩) উপ বিধি অনুযায়ী স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীকে একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসাবে নিজেই নিজের শপথ নেন।

স্পীকার নিজের শপথ বাক্য পাঠ করার সময় প্রধানমন্ত্রীসহ উপস্থিত অন্যরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে অভিবাদন জানান। শপথ গ্রহণ শেষে স্পীকার শিরীন শারমিন চৌধুরী শপথপত্রে স্বাক্ষর করেন। পরে তিনি অন্যদের শপথ পড়ান। প্রথমে সংখ্যগরিষ্ঠ দল আওয়ামী লীগ এবং তাদের শরিক দলের কয়েকজন সংসদ সদস্যকে শপথ পাঠ করান।
সংসদ সচিবালয়ের সচিব জাফর আহমেদ খান বলেন, আমি এখন সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ, ৩য় তফসিলের ৫ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালীর ৫বিধি অনুযায়ী স্পীকারকে একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ পরিচালনার জন্য বিনীত অনুরোধ জানান।

বিজ্ঞাপন

স্পীকার সকলকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। এরপর তিনি শপথ বাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাদশ সংসদের সংসদ সদস্যরা নিজ নিজ নাম উচ্চরণ করে স্পিকারের সঙ্গে সঙ্গে পড়তে থাকেন- ‘সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধচিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে, আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি, তাহা আইন-অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব; আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিবো; এবং সংসদ-সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দেব না।’

শপথ অনুষ্ঠান পরিচালনাকারী সংসদ সচিব জাফর আহমেদ খান। তিনি শপথ অনুষ্ঠান শেষে সংসদ সদস্যদের নিজ নিজ আসন গ্রহণের অনুরোধ করে নিজ নিজ শপথপত্রে আজকের তারিখ উল্লেখসহ স্বাক্ষরদানের বিনীত অনুরোধ জানান।

বিজ্ঞাপন

এছাড়াও তিনি স্পীকারের অনুমতি নিয়ে সংসদ সদস্যদের স্ব স্ব নামের পাশে সংসদ সদস্য তালিকা রেজিস্টারে স্বাক্ষর করার আহ্বান এবং কার্যপ্রণালীর ৬বিধি অনুযায়ী সংসদ সচিবের অফিস কক্ষে সদস্যগণের তালিকা রেজিস্ট্রারে স্বাক্ষরের জন্য সংসদ সচিবের অফিস কক্ষে আমন্ত্রণ জানান। সেখানে স্বাক্ষর গ্রহণসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রদানের ব্যবস্থা করা হয়েছে বলে জানান। সংসদ সদস্যদের স্বাক্ষর প্রদানের সুবিধার্থে আজ (বৃহস্পতিবার) সারাদিন সংসদ সচিবের অফিস খোলা থাকবে পাশাপাশি সচিবের দপ্তরে প্রবেশের ডানপাশে আপনাদের পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রথম দফার শপথে এমপিদের প্রথম সারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডান পাশে ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, আবুল হাসান মাহমুদ আলী ও খন্দকার মোশাররফ হোসেন। আর বাঁ পাশে ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, মোহাম্মদ নাসিম, আব্দুর রাজ্জাক। তবে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যদের কাউকে প্রথম দফার শপথের গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়নি।

আওয়ামী লীগ প্রার্থীদের শপথ অনুষ্ঠানের প্রায় এক ঘন্টা পরে শপথ নেন জাতীয় পার্টির প্রার্থীরা। জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্পিকার। এসময় দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁসহ নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে এসময় জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ উপস্থিত ছিলেন না। দলীয় সূত্রে জানা গেছে, অসুস্থতার কারণে শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়ে শপথ নিতে পারেননি তিনি। বিকেল ৩টায় তিনি শপথ নেবেন।

সারাবাংলা/এনআর/জেএএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন