বিজ্ঞাপন

যে কারণে সাকিব তিনে…

January 14, 2018 | 4:28 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

সাকিব আল হাসানকে তিনে খেলানো হবে, সেই আভাস পাওয়া গিয়েছিল দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই। তিনে সাব্বির রহমান বেশ কিছু দিন থেকেই নড়বড়ে, লিটন দাসও পারেননি নিজেকে প্রমাণ করতে। প্রস্তুতি ম্যাচেও সাকিব খেলেছিলেন তিনে। আজ সংবাদ সম্মেলনে খালেদ মাহমুদ নিশ্চিত করলেন, কাল জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচে সাকিবকেই নামানো হচ্ছে তিনে।

দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ওয়ানডেতেই সাকিব তিনে নেমেছিলেন। ২৯ রান করার পর পরের দুই ওয়ানডেতে আবার সেখানে খেলেছেন লিটন। কিন্তু দুই ইনিংসে করেছেন ২০ রান। এবার তিন নম্বরে আবার উঠে আসছেন সাকিবই। কারণটাও ব্যাখ্যা করেছেন খালেদ মাহমুদ, ‘এই পজিশন খুবই গুরুত্বপূর্ণ, আমরা এখানে সাকিবকেই বেছে নিয়েছি। আমরা মনে করি সাকিব খুবই আগ্রাসী যার সামর্থ্য আছে পরিস্থিতি অনুযায়ী খেলার। আমরা আশা করছি সাকিব ওখানে যথেষ্ট সুযোগ পাবে।’

ইমরুল কায়েস স্কোয়াডে থাকলেও এখনও পুরোপুরি ফিট নন, একাদশেও কাল থাকছেন না। খালেদ মাহমুদ সেটি জানানোয় মোটামুটি পরিষ্কার হয়ে গেল, তামিমের সঙ্গে বিজয় আবার ফিরছেন ওপেনিংয়ে। সেক্ষেত্রে সাকিব তিনে নামলে চারে মুশফিকেরই নামার কথা। পাঁচে তাহলে কাকে নামানো হবে? খালেদ মাহমুদ জানালেন, সেখানে মাহমুদউল্লাহকেই খেলানোর কথা ভাবছেন। সেক্ষেত্রে সাব্বিরের জায়গা হচ্ছে ছয়েই।

বিজ্ঞাপন

প্রশ্ন উঠে যাচ্ছে, জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ কি পেসার নির্ভর একাদশ রাখছে? মাশরাফি যেমন মনে করিয়ে দিলেন, দেশের মাটিতে বাংলাদেশ বেশ কিছুদিন ধরেই অন্তত তিন পেসার নিয়ে নামছে। সেটা হলে মাশরাফি, মোস্তাফিজের সঙ্গে রুবেল হোসেনের ভাগ্যে শিকে ছেঁড়ার সম্ভাবনাই বেশি। এখন বাংলাদেশ চতুর্থ পেসারের সঙ্গে একজন স্পিনারকে বেছে নেবে কি না, সেটাই বড় প্রশ্ন। সেই জায়গাটা নিয়ে জোর লড়াই চলতে পারে সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, আবুল হাসান রাজু ও সানজামুল ইসলামের মধ্যে। খালেদ মাহমুদ অবশ্য বললেন, দলের সদস্যদের একাদশের নাম আজ জানিয়ে দিয়েছেন। তবে সঙ্গত কারণেই সেটি আজ প্রচারমাধ্যমের সামনে জানালেন না।

প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সানজামুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

সারাবাংলা/এএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন