বিজ্ঞাপন

অভিনন্দন বার্তায় তুরস্ক: রোহিঙ্গা ইস্যুতে সমর্থন অব্যাহত থাকবে

January 9, 2019 | 4:52 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের নতুন সরকারকে প্রয়োজনীয় সব বিষয়ে সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছে তুরস্ক। নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে পাঠানো অভিনন্দন বার্তায় এ অঙ্গীকার প্রকাশ করেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভুল্ট কাভুসলু।

পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (৯ জানুয়ারি) বিকেলে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভুল্ট কাভুসলু বলেন, ‘নতুন পররাষ্ট্রমন্ত্রীর মেয়াদে দুই দেশের সম্পর্কে নতুনমাত্রা যোগ হবে।’

বিজ্ঞাপন

অভিনন্দন বার্তায় তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকার প্রতি আঙ্কারার সমর্থন অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত, একাত্তরের যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের সমালোচনা করায় গত সরকারের সঙ্গে ঢাকা-আঙ্কারা সম্পর্কের অবনতি ঘটে। পরে অবশ্য সম্পর্কের উন্নয়ন ঘটাতে সমর্থ হয় আঙ্কারা।

সারাবাংলা/জেআইএল/একে

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন