January 15, 2018 | 11:36 am
স্টাফ করেসপন্ডেন্ট
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আর কিছুক্ষণ পরেই মাঠের লড়াইয়ে নামবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বাংলাদেশের মাটিতে জিম্বাবুয়ের সাম্প্রতিক রেকর্ড খুব আশা দেখাবে না। ২০১০ সালে সর্বশেষ বাংলাদেশের মাটিতে টাইগারদের হারিয়েছিল জিম্বাবুয়ে, এরপর নিজেদের মাঠে টানা ১০ ম্যাচ জিম্বাবুয়ের কাছে হারেনি বাংলাদেশ।
এক নজরে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের সূচি:
১৫ জানুয়ারি – বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
১৭ জানুয়ারি – শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে
১৯ জানুয়ারি – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
২১ জানুয়ারি -–শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে
২৩ জানুয়ারি – বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
২৫ জানুয়ারি – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
২৭ জানুয়ারি – ফাইনাল
সবগুলোই ম্যাচই দিবারাত্রির। শুরু দুপুর ১২টায়, ভেন্যু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সানজামুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
ত্রিদেশীয় ক্রিকেটের লাইভ লিঙ্ক চাই?… থাকুন সারাবাংলায়
সারাবাংলা/এমআরপি