বিজ্ঞাপন

ভবন থেকে ইট পড়ে ১৬ দিনের শিশুর মৃত্যু

January 11, 2019 | 3:36 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: রাজধানীর মিরপুরে ভবন থেকে ইট পড়ে খালার কোলে থাকা আব্দুল্লাহ নামে ১৬ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  শুক্ররাব (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে শিশুটির মাথায় ইট পড়ার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে দুপুর দেড়টার দিকে চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেন।

মৃত আব্দুল্লাহর বাড়ি বরিশাল জেলার মুলাদী উপজেলায়। বর্তমানে তার বাবা-মা মিরপুর ১ নম্বর সেকশন ষাটফিট রাস্তা পাশে জোনাকি রোড এলাকায় একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকেন।

আব্দুল্লাহর বাবা কবির হোসেন বলেন, ‘১৬ দিন আগে মিরপুরের একটি হাসপাতালে আব্দুল্লাহর জন্ম হয়। আয়েশা নামে তাদের একটি মেয়ে আছে। আজ দুপুরে শিশু আব্দুল্লাহ’র খালা তাকে কোলে নিয়ে রোদ পোহানোর জন্য বাসার সামনে বসেছিলেন।’

বিজ্ঞাপন

শিশুটির বাবা আরও বলেন, ‘আমাদের বাসার পাশে একটি চারতলা ভবনের ছাদে বাচ্চারা খেলা করছিল। হঠাৎ সেখান থেকে বড় একটি ইট খালার কোলে থাকা আব্দুল্লাহর মুখে এসে পড়ে। পরে দ্রুত তাকে উদ্ধার করে আগারগাঁও শিশু হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে এলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ  বলেন, ‘শিশু আব্দুল্লাহ হাসপাতালে আনার আগেই মারা গেছে।’

সারাবাংলা/এসএসআর/এমএইচ

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন