বিজ্ঞাপন

তবে কি এ বছরই ঘটছে ঘটনা!

January 14, 2019 | 11:44 am

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বিজ্ঞাপন

আশেপাশের সবাই একে একে ছাদনাতলায় যাচ্ছে। তারা দুজন আর দেরি করবেন কেন? লুকিয়ে প্রেম প্রেম খেলাতো অনেকদিনই হলো। জানাজানি হয়েছে তা-ও তো কম দিন না। এবার মূল কাজটা সেরে ফেলা যায়।

হুম, বলা হচ্ছিল বলিউডের আলোচিত প্রেমিক জুটি রণবীর কাপুর আর আলিয়া ভাটের কথা। এ বছরই নাকি বাগদান সেরে ফেলতে চেইছেন তারা। ইচ্ছেটা রণবীরের মা নীতু কাপুরেরই বেশি। তিনি একমাত্র ছেলেকে আর ব্যাচেলর দেখতে চান না।


বিজ্ঞাপন

আরও পড়ুন :  ‘বিসর্জন’ ব্যর্থতায় অনিশ্চিত ‘বিজয়া’


অথচ এই নীতু কাপুরের আপত্তির কারণেই ক্যাটরিনা আর দীপিকার সঙ্গে রণবীরের প্রেম শেষ পর্যন্ত পরিণয়ে গড়ায়নি। তবে হবু বউমা হিসেবে আলিয়াকে নাকি বেশ পছন্দ হয়েছে নীতুর। বর্তমানে ক্যান্সারের চিকিৎসা করাতে রণবীরের বাবা ঋষি কাপুর আমেরিকাতে আছেন। সেখানে আছেন মা নীতু কাপুরও। ইংরেজি নিউ ইয়ারে বাবা-মাকে সঙ্গ দিতে আমেরিকা উড়ে গিয়েছিলেন রণবীর। তার সঙ্গী ছিলেন আলিয়াও। সে সময়রে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন নীতু। তাতে আলিয়াকে পরিবারের সদস্য বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

ওদিকে আলিয়ার বাবা বলিউডের জাদরেল নির্মাতা মহেশ ভাটও ইতিমধ্যে রণবীরের সঙ্গে মেয়ের সম্পর্ক মেনে নিয়েছেন। তাই সবকিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি হয়তো আরেকটি একটি জাঁকজমকপূর্ণ বিয়ের সাক্ষী হবে বলিউড।

এই মুহূর্তে পরিচালক অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ব্যস্ত রণবীর আর আলিয়া। চলতি বছরের শেষ দিকে মুক্তি পাবে ছবিটি। তার আগে বছরের মাঝামাঝি অর্থাৎ জুন মাস নাগাদ বাগদান সেরে ফেলতে চান ্ছআলিয়া-রণবীর।

বিজ্ঞাপন

বাকিটা সময় বলবে।

সারাবাংলা/পিএম


বিজ্ঞাপন

আরও পড়ুন :  ‘গণ্ডি’তে চূড়ান্ত সব্যসাচী, শুটিং মার্চে


 

 

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন