বিজ্ঞাপন

ব্রিজ আছে, সড়ক নেই

January 14, 2019 | 1:17 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা:  ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জাবরহাট-বোচাগঞ্জ সড়কের আমসারা খালের ওপর নির্মিত ব্রিজের দুইপাশে সড়ক না থাকায় ৩২ বছর ধরে সেটি ব্যবহারের অনুপোযোগী হয়ে আছে। এর ফলে কয়েকটি গ্রামের প্রায় ১২ হাজার মানুষকে পোহাতে হচ্ছে তীব্র ভোগান্তি। গ্রামবাসীর দাবির মুখেও এখনও শুরুই হয়নি ব্রিজটির দুই পাশে সড়ক নির্মাণের কাজ।

জানা গেছে , ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার আমসারা খালের ওপর নির্মিত ব্রিজটির দুই পাশের সড়ক ১৯৮৭ সালের বন্যার পানিতে বিলীন হয়ে যায়। এর ফলে আমসারা খালের পূর্ব পাড়ে বসবাসরত ১২টি গ্রামের সাথে জাবরহাট ইউনিয়ন পরিষদের পশ্চিমপাড় ও বোচাগঞ্জ উপজেলার সঙ্গে যোগাযোগের ভোগান্তি বাড়ে। বর্ষাকালে ভোগান্তির মাত্রা আরো বেড়ে যায়, কোমর পর্যন্ত পানির ওপর দিয়েই চলাচল করতে হয় হাজার হাজার মানুষকে। অসুস্থ রোগী ও শিক্ষার্থীদের বিকল্প পথ দিয়ে কয়েক কিলোমিটার অতিরিক্ত যাতায়াত করতে হয়।

ভোগান্তির শিকার খাড়িপাড়া গ্রামের মিজানুর রহমান মিজান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একটি ব্রিজ ৩২ বছর ধরে এভাবে পড়ে আছে। সরকারি অফিসগুলোতে একাধিকবার লিখিত দাবি জানালেও কোনো লাভ হয়নি।’

বিজ্ঞাপন

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. ইসমাইল হোসেন সারাবাংলাকে জানান, এর আগে যে প্রকৌশলী দায়িত্বে ছিলেন তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। ওই সময় সড়ক নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। প্রয়োজনে আবারও জানানো হবে।’

এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া বলেন, ‘হাজার হাজার মানুষের দুর্ভোগ কমাতে ব্রিজটির দুপাশে সড়ক নির্মাণ করা হবে। সড়ক নির্মাণে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়া হবে।’

সারাবাংলা/একে

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন