বিজ্ঞাপন

ছবি চালাতে এবার স্বীকারোক্তিপত্র

January 15, 2018 | 7:37 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

বিজ্ঞাপন

কাহিনী আরো বাকি। ‘পদ্মাবত’ সিনেমা মুক্তির আগে না জানি সিনেমা সংশ্লিষ্টদের আরো কি কি করতে হয়! এরইমধ্যে পরিচালককে যেটা করতে হয়েছে, তা হলো, সংবাদপত্রের পুরো এক পৃষ্ঠা জুড়ে ছাপাতে হয়েছে বিজ্ঞাপন।

না, প্রচারণার জন্য এই বিজ্ঞাপন নয়। এতে যা লেখা হয়েছে সবই স্বীকারোক্তিমূলক কথা। সাতটি ভিন্ন লাইনে সেই স্বীকারোক্তি দিয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি।

বানসালি যে সমস্ত স্বীকারোক্তি তা হচ্ছে:

বিজ্ঞাপন

১. ‘পদ্মাবত’ চলচ্চিত্রটির গল্প সূফি কবি মালিক মুহাম্মাদ জায়াসি’র কবিতা ‘পদ্মাবত’ অবলম্বনে লেখা।

২. ছবিটি কখনোই আলাউদ্দিন খিলজি এবং রানি পদ্মাবতির স্বপ্নবাজ কোনো গল্প নয়।

৩. সিনেমায় রাজপুত জাতি-গোষ্ঠির বীরত্ব, উত্তরাধিকার ও সম্মৃদ্ধতা তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

৪. ছবিতে রানি পদ্মাবতির চরিত্র নিয়ে কোনোভাবেই বিরূপ দৃশ্য দেখানো হয়নি। এমন কিছু করা হয়নি, যাতে তার সুনাম ক্ষুন্ন হয়  বরং ছবিতে তাকে সম্মানিত করা হয়েছে।

৫. সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন ছবিটিকে ছাড়পত্র দিয়েছে পাঁচটি শর্ত পুরন সাপেক্ষে।

৬. আর কোনো পরিবর্তন হবে না এই সিনেমার।

৭. আমরা সরকার, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, চলচ্চিত্র সংশ্লিষ্ট এবং ভক্তদের কাছে কৃতজ্ঞ আমাদের সঙ্গে থাকার জন্য।

বিজ্ঞাপন

সোমবার বোম্বে টাইমস পত্রিকার পুরো পৃষ্ঠার বিজ্ঞাপনে লেখা ছিল এসব কথা। বিজ্ঞপানের একদম নিচে ছোট করে ছিল পরিচালকের অনুরোধ বাক্য। সেখানে লেখা ছিল, ‘আপনার কাছের প্রেক্ষাগৃহে ছবিটি দেখুন। জানুয়ারির ২৫ তারিখে নিজে উপভোগ করুন।’

সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন