বিজ্ঞাপন

‘ডুবন্ত জাহাজ দিয়ে আরেকটি ডুবন্ত জাহাজ উদ্ধার করা যায় না’

January 16, 2018 | 9:21 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

পর্যটন এবং বিমান মন্ত্রণালয়কে আলাদা করে দক্ষ রাজনীতিককে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ। তিনি বলেন, একটি ডুবন্ত জাহাজ দিয়ে আরেকটি ডুবন্ত উদ্ধার করা যায় না।

মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনা পর্বে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্প এবং কক্সবাজারে বর্তমানে চারশ’ ফরেনার বাংলাদেশে রয়েছে। কক্সবাজারে পর্যটনের কিছুই নাই। যারা যায় তারা শুধু সমুদ্রের ঢেউ গোনে। নেই বঙ্গবন্ধুর প্রতিকৃতি নেই মুক্তিযুদ্ধকে উপস্থাপন করে এমন কোনো স্থাপনা। নানা দিকে জলাশয়, বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়- কক্সবাজার, চট্টগ্রাম নোংরা শহরে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

এসময় তিনি শিশুপার্ক, আধুনিক পার্ক ও কনভেনশন সেন্টার নির্মাণের প্রস্তাব জানান। কাজী ফিরোজ রশিদ আরও বলেন, এগুলো না হলে পর্যটকদের বেশি দিন ধরে রাখা যাবে না।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন