বিজ্ঞাপন

সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকবে ১৪ দলের শরিকরা: নাসিম

January 29, 2019 | 7:41 pm

।। সারাবাংলা ডেস্ক।।
ঢাকা: ১৪ দলের শরিকরা সংসদে সরকারের ভুল-ত্রুটির সমালোচনা করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন। তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে বিরোধী দল না হলেও সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকবে ১৪ দলের শরিকরা। মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের শোকসভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মোহাম্মদ নাসিম বলেন, ‘১৪ দলের শরিকরা সংসদে গঠনমূলক আলোচনা করবে। তারা সংসদ ও সংসদের বাইরে অনুষ্ঠানিকভাবে না হলেও বিরোধী দলের ভূমিকা পালন করবে।’

১৪ দলের এই মুখপাত্র বলেন, ‘সরকার ও বিরোধী দল, উভয়কেই হতে হবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির। এ লক্ষ্যেই বিরোধী দলের ভূমিকায় থাকবেন মুক্তিযুদ্ধের পক্ষের জোট ১৪ দলের নেতারা।’ সূত্র: বাসস
সারাবাংলা/এমএনএইচ

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন