বিজ্ঞাপন

পুরনো প্রশ্নের পরীক্ষার্থীদের খাতা আলাদাভাবে দেখা হবে: দীপু মনি

February 3, 2019 | 6:08 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা : চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিনে দেশের ১০ জেলার ১৮টি কেন্দ্রে পুরনো সিলেবাসে করা প্রশ্নপত্র দেওয়া নিয়ে সংসদ সদস্যদের প্রশ্নের মুখে পড়েছেন নব নিযুক্ত শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। তবে, পুরনো সিলেবাসে যেসব নিয়মিত শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে তাদের খাতা আলাদাভাবে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি যাদের ভুলের কারণে এমন ঘটনা ঘটেছে তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান মন্ত্রী।

রোববার (৩ ফেব্রুয়ারি) বিকেলে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু ও ফখরুল ইমাম এই বিষয়ে মন্ত্রীর জবাব চান।

মুজিবুল হক শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘যাদের ভুলে এই সমস্যা হয়েছে তাদের শাস্তি কি হবে? আর শিক্ষার্থীদের ভবিষতেই বা কী?’

বিজ্ঞাপন

জবাবে  ডা. দীপু মনি বলেন, ‘প্রশ্নটি যৌক্তিক। আমাদের প্রায় চার হাজার কেন্দ্রের মধ্যে কয়েকটি জেলায় কয়েকটি কেন্দ্রে সমস্যাটি হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিতদের পাশাপাশি কিছু অনিয়মিত পরীক্ষার্থীও থাকে। যারা আগের বছর পরীক্ষা দিয়েছিল, তাদের পরীক্ষা পুরাতন সিলেবাস অনুযায়ী হয়ে থাকে।  আর নিয়মিতদের নতুন সিলেবাস অনুযায়ী প্রশ্ন হয়ে থাকে। কেন্দ্রে প্রশ্নপত্র যখন পাঠানো হয় তখন আলাদাভাবেই পাঠানো হয়। শুধু তাই নয়, নির্দেশনা থাকে যে নিয়মিত এবং অনিয়মিতরা ভিন্ন জায়গায় বসবে যাতে সহজেই তাদের কাছে তাদের প্রশ্নটি যায়।’

পুরনো প্রশ্নপত্রে পরীক্ষা, ২৬ শিক্ষককে অব্যাহতি

প্রথম দিন কোনো কোনো কেন্দ্রে সচিবদের ভুলের কারণে অথবা পরিদর্শকদের ভুলের কারণে প্রশ্ন বদলে যাওয়ার ঘটনাটি ঘটেছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘যারা নিয়মিত পরীক্ষার্থী কিন্তু অনিয়মিতদের প্রশ্নে পরীক্ষা দিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের খাতা ভিন্নভাবে দেখা হবে। তাছাড়া যাদের ভুলের কারণে কিংবা যাদের কারণে এমন হয়েছে এরইমধ্যে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটির তদন্তের ফলাফল সাপেক্ষে ও প্রতিবেদন সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিজ্ঞাপন

যারা ভুল প্রশ্নে পরীক্ষা দিয়েছে তাদের খাতাও আলাদাভাবে দেখা হবে বলে জানান মন্ত্রী। প্রশ্নপত্র বিতরণে আর কোথাও সমস্যা হবে না বলেও আশ্বাস দেন মন্ত্রী।

মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আরেক সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন, ‘আপনি খাতা আলাদাভাবে দেখার কথা বলছেন। কিন্তু পুরনো সিলেবাসে পরীক্ষা দেওয়ায় তারা তো খাতায় নাও লিখতে পারে, তাহলে তাদের আপনি কত নম্বর দেবেন? তাই নতুন করে পরীক্ষা নেওয়া যায় কি না?’

এর পরিপ্রেক্ষিতে দীপু মনি বলেন, নতুন করে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে তাদের তো নতুন প্রশ্নে পরীক্ষা নিতে হবে। কারণ এরইমধ্যে নিয়মিত শিক্ষার্থীরা যে প্রশ্নে পরীক্ষা দিয়েছে সেটাতে নেওয়া যাবে না। সুতরাং যদি এর চাইতে ভাল পরামর্শ থাকে তাহলে তা শিক্ষা মন্ত্রণালয়কে দিতে বলেন তিনি। মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা করে দেখবে বলেও জানান মন্ত্রী।

সারাবাংলা/এএইচএইচ/এসএমএন

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন