বিজ্ঞাপন

রিজার্ভ চুরির বিষয়ে অর্থমন্ত্রীর বিবৃতি দাবি জাপা এমপির

February 4, 2019 | 9:46 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সঙ্গে ব্যাংকটির কারা জড়িত, তাদের পরিচয় জানতে চেয়েছেন সংসদের  বিরোধী দল জাতীয় পার্টির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।  তিনি বলেন, ‘আমরা জানতে চাই, এর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কারা জড়িত। এই চুরির ব্যাপারে ৩০০ বিধিতে সংসদে একটি বিবৃতি দিয়ে পুরো বিষয়টি তুলে ধরার জন্য অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানাচ্ছি।’  সোমবার (৪ ফেব্রুয়ারি) সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি এই দাবি জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

মজিবুল হক চুন্নু বলেন, ‘আমরা জানি না, এই চুরির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কারা জড়িত।  মামলার আইনজীবী আজমল হক কিউসি বলেছেন, মামলাটি করা হবে কি না, তা নিয়ে দুই বছর চিন্তা করা হয়েছে।  জানি না, এই মামলা টিকবে কি না। ’

বিজ্ঞাপন

নিউইয়র্কের আদালতে মামলা দায়েরের প্রসঙ্গ উল্লেখ করে মজিবুল হক চুন্নু বলেন, ‘আমাদের চুরি হওয়া এই টাকা তিন বছরেও উদ্ধার হয়নি। তদন্ত কমিটিও হয়েছে। তারপরও টাকা উদ্ধার হয়নি। ’ তিনি আরও বলেন, ‘আজকে আমাদের ১০ হাজার কোটি টাকা চুরি হয়ে যায়।  আর আমরা তিন হাজার কোটি টাকার জন্য শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে পারি না।’

সারাবাংলা/এএইচএইচ/এমএনএইচ

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন