বিজ্ঞাপন

মন্ত্রিসভার পর সংরক্ষিত আসনেও আ.লীগের চমক

February 8, 2019 | 11:16 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রিসভা গঠনের পর সংরক্ষিত মহিলা আসনেও বিশাল চমক দিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৪১ জন প্রার্থীর নাম ঘোষণা করেন।

চূড়ান্ত প্রার্থীর মধ্যে পুরনো রয়েছেন মাত্র দুইজন। বাদ পড়েছেন বাকি সবাই। এছাড়াও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্য থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোনো নেত্রী ঠাঁই পাননি। তবে দুইটি আসনে এখনো প্রার্থীর মনোনয়ন ঘোষণা করা হয়নি।

এর আগে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়। মনোনয়ন বোর্ডের সভা শেষে ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এরা হলেন, কুমিল্লার আঞ্জুম সুলতানা, বরগুনার সুলতানা নাদিরা, জামালপুরের হোসনে আরা, গাজীপুরের রুমানা আলী, ব্রাহ্মণবাড়িয়ার উম্মে ফাতেমা নাজমা বেগম, নেত্রকোনার হাবিবা রহমান খান শেফালি, পিরোজপুরের শেখ এ্যানি রহমান, টাঙ্গাইলের অপরাজিতা হক, সুনামগঞ্জের শামীমা আক্তার খানম, গাজীপুরের শামসুন্নাহার ভূঁইয়া, মুন্সীগঞ্জের ফজিলাতুন নেসা, নীলফামারীর রাবেয়া আলীম, নরসিংদীর তামান্না নুসরাত বুবলী, গোপালগঞ্জের নার্গিস রহমান, ময়মনসিংহের মনিরা সুলতানা, ঢাকার নাহিদ ইজহার খান, ঝিনাইদহের মোসাম্মৎ খালেদা খানম, বরিশালের সৈয়দা রুবিনা মিরা, চট্টগ্রামের ওয়াসিকা আয়েশা খান, পটুয়াখালীর কাজী কানিজ সুলতানা, খুলনার অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, ঢাকার সুবর্ণা মুস্তাফা, দিনাজপুরের জাকিয়া তাবাসসুম, নোয়াখালীর ফরিদা খানম সাকী, খাগড়াছড়ির বাসন্তী চাকমা, কক্সবাজারের কানিজ ফাতেমা আহমেদ, ফরিদপুরের রুশেমা বেগম, কুষ্টিয়ার সৈয়দা রাশিদা বেগম, মৌলভীবাজারের সৈয়দা জোহরা আলাউদ্দিন, রাজশাহীর আদিবা আনজুম মিতা, কুমিল্লার আরমা দত্ত, খুলনার শিরিনা নাহার, চাঁপাইনবাবগঞ্জের ফেরদৌসী ইসলাম জেসী, শরীয়তপুরের পারভীন হক সিকদার, রাজবাড়ীর খাদেজা নুসরাত, ঢাকার শবনম জাহান শিলা, চট্টগ্রামের খাদিজাতুল আনোয়ার, নেত্রকোনার জাকিয়া পারভীন খানম, মাদারীপুরের তাহমিনা বেগম, ঢাকার শিরীন আহমেদ ও জিন্নাতুল বাকিয়া।

এবার সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন ১ হাজার ৫১৮ জন। ১৫ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ফরম বিক্রি করা হয়। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, অন্যান্য দল ১টি (ওয়ার্কার্স পার্টি) ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি সংরক্ষিত আসন পাবে।

পুরনোদের মধ্যে টানা তৃতীয় বারের মতো আওয়ামী লীগের নারী বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা এবারও সংরক্ষিত আসনের সদস্য হিসেবে দলের মনোনয়ন পেলেন। অন্যদিকে গত সংসদের সদস্য চট্টগ্রামের বেগম ওয়াসিকা আয়েশা খান এবারও মনোনয়ন পেলেন। তার বাবা আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এটি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন