বিজ্ঞাপন

দমকা হাওয়ায় নামবে বৃষ্টি

February 9, 2019 | 7:00 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

ঢাকা: মাঘের শেষদিকের বৃষ্টিকে বলা হয় শুভলক্ষণ। খনার বচনেই আছে, ‘যদি বর্ষে মাঘের শেষ/ ধন্য রাজার পূণ্য দেশ’। শনিবার (৯ ফেব্রুয়ারি)  আবহাওয়ার পূর্বাভাসেও বলা হয়েছে সেই বৃষ্টির কথাই।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। দেশে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ডে ৩২.৮ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ১২ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

শুক্রবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫০ মিনিট এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৫ মিনিটে।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন