বিজ্ঞাপন

সব অনলাইনকে নিবন্ধিত হতে হবে: তথ্যমন্ত্রী

February 11, 2019 | 7:26 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: সরকার অনলাইন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়ন করছে জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা অনলাইন নীতিমালা করেছি। নীতিমালাটি মন্ত্রিসভায় অনুমোদন হলে সম্প্রচার নীতিমালা আইনে সব অনলাইন মিডিয়াকে নীতিমালার আওতায় নিবন্ধিত হতে হবে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে একাদশ জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য নাসরিন জাহান রত্নার সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

একটি পরিসংখ্যান দিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের যুগান্তকারী উন্নয়নে দেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ২০০৮ সালে সারাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪০ লাখ আর এখন ৮ কোটির ওপরে।

বিজ্ঞাপন

অনলাইন নীতিমালা করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, দেশে অনলাইন মিডিয়ার ব্যাপক প্রসার ঘটেছে। কয়েক হাজার অনলাইন মিডিয়া এখন বাংলাদেশে আছে। এরই মধ্যে কয়েকটি অনলাইন মিডিয়ার তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। মন্ত্রিসভায় অনুমোদন হলে সম্প্রচার নীতিমালা আইনে প্রবর্তিত করে আইনে রূপান্তর হলে অনলাইন মিডিয়াকে নিবন্ধনের আওতাতে আনার ব্যাবস্থা নিয়েছি।

সারাবাংলা/এএইচএইচ/এসবি

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন