বিজ্ঞাপন

সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

February 12, 2019 | 3:29 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।   

বিজ্ঞাপন

খাগড়াছড়ি: সাগর-রুনি হত্যাকান্ডের সুষ্ঠু বিচারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডের পর ৬ বছর পার হয়ে গেলেও এ হত্যাকান্ডের রহস্যভেদ করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

সোমবার সকাল সাড়ে ১১টায় শহরের শাপলা চত্ত্বরে মানববন্ধনের আয়োজন করে খাগড়াছড়ির সাংবাদিকরা।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে শুরু হয় মানববন্ধন। সাংবাদিক রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ বক্তব্য রাখেন খাগড়াছড়ির জ্যেষ্ঠ সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্য, সংগঠনটির সাধারণ সম্পাদক কানন আচার্য্য, শংকর চৌধুরী, রূপায়ন তালুকদার এবং আল-মামুন।

বিজ্ঞাপন

সারাদেশের সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লে­খ করে বক্তারা বলেন, প্রতিদিন দেশের কোথাও না কোথাও গণমাধ্যমকর্মীরা নির্যাতন ও হামলার শিকার হচ্ছেন। এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

পাশাপাশি সাগর-রুনির পরিবারসহ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারী রাজধানীর বাসায় খুন হয় সাংবাদিক দম্পতি সাগর-রুনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন