বিজ্ঞাপন

মেলায় সুরাইয়া ইসলামের কাব্যগ্রন্থ ‘দোলনা হারানো দিন’

February 19, 2019 | 4:34 pm

প্রাণের মেলা ডেস্ক।।

বিজ্ঞাপন

অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এ এসেছে তরুণ কবি সুরাইয়া ইসলামের প্রথম কাব্যগ্রন্থ ‘দোলনা হারানো দিন’। কাব্যগ্রন্থের কবিতাগুলো কবির বেঁচে থাকা ও বেড়ে ওঠার স্কেচ; অতীতের সুখ-দুঃখের প্রতিচ্ছবি।

চন্দনা নদীর স্রোতে পাক খেয়ে ওঠা জলের ঘূর্ণির মতোই ফরিদপুরের মধুখালীতে সুরাইয়া ইসলামের শৈশব ও কৈশোর কেটেছে বিমূর্ত ঘোরে। এ জন্যই তার কবিতায় রয়েছে ঘোর ও নস্টালজিয়ার মিশ্রণ। কবিতাগুলো লিখতে গিয়ে কবি মাতৃত্বের পরম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে নিজেকে দেখতে পেয়েছেন তার সন্ততির ছায়ায়। আর এই ছায়ার ভেতরই তিনি শব্দের জাল বুনেছেন আবেগ ও আস্থায়। এ কারণেই তার কবিতার শব্দজালে উঠে এসেছে মাতৃত্বের সম্মোহন, বাবার ভালোবাসা, মায়ের মমতাভরা চোখ, শুকিয়ে যাওয়া নদী চন্দনা, দোলনায় দোল খাওয়া দিন, ছোটবেলার বন্ধু-স্বজন, রোগের ঘোরে ক্লান্তজীবন এবং সমকালীন অসঙ্গতি ও বোধ। আর এভাবেই ভাব ও ভাষার মলাটে জন্ম নিয়েছে আরেক চোখ।

‘দোলনা হারানো দিন’ কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে ‘প্রমিত’। বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির বহেরাতলার লিটল ম্যাগাজিন কর্নারের পর্বের স্টলে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন