বিজ্ঞাপন

থাইল্যান্ডের পর এবার কলম্বোয় বাংলাদেশের ছয় টেনিস খেলোয়াড়

February 23, 2019 | 7:43 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার রাজধানীতে সোমবার শুরু হবে ওয়ার্ল্ড জুনিয়র টেনিস প্রতিযোগিতা। অনূর্ধ্ব-১৪ দলগত এ প্রতিযোগিতায় অংশ নিতে কলম্বোয় পৌঁছেছে ৭ সদস্যের বাংলাদেশ দল। ওয়ার্ল্ড জুনিয়র টেনিসে অংশ নিতে কোচ মোজাহিদুল হকের নেতৃত্বে দলে রয়েছেন তিন জন বালক এবং তিন জন বালিকা সহ মোট ৬ খেলোয়াড়।

বাংলাদেশ দল:
বালক: মাহাদী হাসান আলভি, মোহাম্মদ রোমান হোসেন, জোবায়েদ উৎস।
বালিকা: মাসফিয়া আফরিন, সুবর্না খাতুন, সাদিয়া আফরিন।
কোচ: মোজাহিদুল হক।

এবারের আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে কাজাখস্তান, লেবানন, বাহরাইন, কম্বোডিয়া, ইরান, জর্ডান, কিরঘিজস্তান, মালয়েশিয়া, ওমান, পাকিস্তান, ফিলিপাইনস, সৌদি আরব, সিঙ্গাপুর ও তুর্কমেনিস্তান।

বিজ্ঞাপন

বাংলাদেশের এই দলটিই গত মাসে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদিত ‘আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপের ডিভিশন-২’ টেনিস প্রতিযোগিতায় অংশ নিতে ব্যাংককে গিয়েছিল। ১১দিন ব্যাপী থাইল্যান্ডে অনুষ্ঠিত ওই যুব টেনিস প্রতিযোগিতায় বাংলাদেশসহ ১৪টি দেশ অংশ নেয়। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশের দলগত সাফল্যের ভিত্তিতে দুইটি দেশ ডিভিশন-২ হতে ডিভিশন-১ এর উন্নীত হয়। এছাড়াও খেলোয়াড়রা ব্যক্তিগত ফলাফল অনুযায়ী এশিয়ান অনূর্ধ্ব-১৪ বছরের র‌্যাংকিং পয়েন্ট অর্জন করে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চবি ছাত্রকে মারধরের পর হলের ছাদ থেকে ফেলা চেষ্টার অভিযোগহিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের ৪ নির্দেশনাঢাকার পয়ঃবর্জ্য-গ্যাস লাইন পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশরানা প্লাজা ধস: ভুক্তভোগীদের পুনর্বাসন ও মামলা নিষ্পত্তির দাবিগরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপিরকল্পনা চাকমা অপহরণ মামলা ২৮ বছর পর খারিজব্যাংক একীভূতকরণের নামে ঋণ খেলাপিদের দায়মুক্তি দেওয়া হচ্ছেন্যাপ বাস্তবায়নের জন্য চাই রাজনৈতিক সদিচ্ছা ও আইনি ভিত্তিকাদেরকে নিয়ে মন্তব্য, যাত্রী কল্যাণের মহাসচিবের বিরুদ্ধে জিডিজাহাজেই ফিরবেন ২৩ নাবিক, চলছে কয়লা খালাস সব খবর...
বিজ্ঞাপন