বিজ্ঞাপন

ক্ষমা চাইলেন আসিফ আকবর, বুকে জড়িয়ে নিলেন ইথুন বাবু

February 25, 2019 | 1:18 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

‘অভিমান’ দূরে সরিয়ে রেখেছিল জনপ্রিয় দুজন গানের মানুষকে। একজন দেশের জনিপ্রয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। অন্যজন জনপ্রিয় সুরকার ইথুন বাবু। ইথুন বাবুর ‘ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়’ গান দিয়েই জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন আফিস আকবর।

কিন্তু নিজেদের ভেতর অভিমানের কারণে ১৮ বছর তাদের একসঙ্গে গান করতে দেখা যায়নি।

তবে আনন্দের খবর যে, অভিমান ভেঙে ইথুন বাবুর সুরে আবারও গান গাইলেন আসিফ আকবর। ‘চুপচাপ কষ্টগুলো’ শিরোনামের গানটি রোববর (২৪ ফেব্রুয়ারি) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়। গানের প্রকাশ উপলক্ষে একই তারিখে রাজধানীর একটি রেস্তোঁরায় জাঁকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী খুরশীদ আলম, গীতিকার শহিদুল্লাহ ফরায়েজি, এন্ড্রু কিশোর, তপন চৌধুরী এবং ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  অস্কারের সমীকরণ পাল্টে দিল ‘গ্রিন বুক’


এছাড়াও উপস্থিত ছিলেন আসিফ আকবর, ইথুন বাবু, গানের মডেল এভ্রিল ও অন্তু। মজার ব্যাপার হলো এই গানের মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ইথুন বাবু।

গান প্রকাশ অনুষ্ঠানে আসিফ আকবর কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানের অ্যালবামটি হঠাৎ করেই ঈদে মুক্তির সিদ্ধান্ত বাতিল করে দিলো সাউন্ডটেক। তখন আহমেদ রিজভী ভাই বললেন, ঈদে এসডি রুবেল, আইয়ুব বাচ্চু, জেমস– অনেক স্টারদের অ্যালবাম বের হচ্ছে। তোমার অ্যালবাম বের হলে হিট হবে না, আর যদি হিটও হয় তবু রি-অর্ডার পাবে না। তারপর একদিন বাবু ভাই (ইথুন বাবু) আমাকে নিয়ে বের হলেন অ্যালবাম ফেরি করতে। রেজাল্ট আসতে মাস দুয়েকের মতো সময় লাগলো। সেই রেজাল্টের কথা তো সবার জানা।’

তিনি আরও বলেন, ‘ইথুন বাবু ভাইয়ের ঋণ শোধ হওয়ার নয়। তবে তার সঙ্গে আমার সম্পর্কচ্ছেদের বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি না। আবার পখ চলা শুরু হলো। আরও বহুকাল চলবে এই পথ।’

বিজ্ঞাপন

অভিমানের কারণ নিয়ে বিস্তারিত কিছু না বললেও আসিফ আকবর আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান ইথুন বাবুর কাছে। ইথুন বাবুও সব অভিমান ভুলে তাকে বুকে জড়িয়ে নেন।

ইথুন বাবু বলেন, ‘যারা আমাদের দূরে সরিয়ে রেখেছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এত বছর জমানো ভালোবাসাগুলো ওকে ঢেলে দিলাম। আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি।’

সারাবাংলা/আরএসও/পিএ/পিএম

গান দেখুন: 

বিজ্ঞাপন

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন