January 19, 2018 | 8:22 pm
সারাবাংলা ডেস্ক
পাঁচ ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর এবার দ্বিতীয় ম্যাচও নিজেদের করে নিলো ইংল্যান্ড। ব্রিসবেনে নিজেদের মাঠে এবার ৪ উইকেটে হেরে সিরিজে ২-০ তে পিছিয়ে পড়লো অস্ট্রেলিয়া।
আগে ব্যাট করে অ্যারন ফিঞ্চের সেঞ্চুরিতে ভর করে ৯ উইকেট হারিয়ে অজিদের সংগ্রহ দাঁড়ায় ২৭০ রান। জবাবে জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৪৪.২ ওভারেই ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংলিশরা।
আগে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের ব্যাটে ২৭০ রানের টার্গেট দেয় অজিরা। দলের পক্ষে ফিঞ্চ করেন ১০৬ রান, মিচেল মার্শ ৩৬ ও ডেভিড ওয়ার্নার করেন ৩৫।
আদিল রশিদ ও জো রুট নেন ২টি করে উইকেট। ইংলিশদলের প্লাঙ্কেট, মঈন আলী ও ওকস তোলেন একটি করে উইকেট।
ইংল্যান্ডের কেউ সেঞ্চুরি না পেলেও দলগত পারফরম্যান্সের কারণে জয় পেয়ে যায় ইংলিশরা। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জনি বেয়ারস্টো ৬০, আলেক্স হেলস ৫৭, জো রুট ৪৬ ও জস বাটলারের ৪২ রানের ওপর ভর করে জয় তুলে নেয় ইংলিশরা।
অজি পেসার মিচেল স্টার্ক ৪টি ও রিচার্ডসন নেন দুই উইকেট।
২ উইকেট ও ৪৬ রান করে ম্যাচসেরা হন ইংলিশ দলের জো রুট।
সারাবাংলা/এসএন/এমআরপি