বিজ্ঞাপন

দারুণ সাড়া পাচ্ছে জয় বাংলা কনসার্ট

March 3, 2019 | 11:28 am

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

গেল কয়েক বছরের মতো এবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে জয় বাংলা কনসার্ট। আগামী ৭ মার্চ আর্মি স্টেডিয়ামে কনসার্টটির আয়োজন করেছেন ইয়ং বাংলা। ঐতিহাসিক এই দিনটিকে স্মরণ করে এদিন গাইবে দেশের জনপ্রিয় আটটি জনপ্রিয় ব্যান্ড। ব্যান্ডগুলো হলো আর্টসেল, চিরকুট, নেমেসিস, লালন, ক্রিপটিক ফেইট, বে অব বেঙ্গল, শূন্য ও আরবোভাইরাস।

জয় বাংলা কনসার্ট উপলক্ষ্যে মার্চের এক তারিখ থেকে শুরু হয়েছে নিবন্ধন। ইয়ং বাংলার অফিশিয়াল ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে অনলাইনে টিকিট সংগ্রহ করছেন সবাই। নিবন্ধনের জন্য লাগছে জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সনদ, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা।


বিজ্ঞাপন

আরও পড়ুন :  সুস্থ হয়েছেন ইরফান খান?


ইয়ং বাংলার কর্মকর্তারা জানাচ্ছেন, গত বছরের তুলনায় এবার বেশি সাড়া পাচ্ছেন তারা। নিবন্ধিত শ্রোতাদের সংখ্যা ইতোমধ্যেই গেল বছরকে ছাড়িয়ে গেছে।

বিজ্ঞাপন

জয় বাংলা কনসার্টের পঞ্চম আসরটির ৭ মার্চ বিকাল ৩টা থেকে শুরু হবে। চলবে রাত ১১টা পর্যন্ত। জানা গেছে, কনসার্টে অংশ নেয়া ৮টি ব্যান্ড তাদের নিজস্ব গান ছাড়াও বরাবরের মতো স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের গানও গাইবে।

১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষণের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কন্সার্টের আয়োজন করা হয়। এরই মধ্যে কনসার্টটি সবার মাঝে সাড়া জাগিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এটিকে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ইয়ং বাংলার কর্মকর্তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস


আরও পড়ুন :  হৃত্বিক রোশনে মুগ্ধ তামান্না ভাটিয়া


বিজ্ঞাপন
আরও দেখুন :

‘জীবনানন্দ দাসকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না’ : তৌকীর আহমেদ

Tags: , , , , , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন