বিজ্ঞাপন

পুঁজিবাজারে অধিকাংশ শেয়ারের দরপতন

March 14, 2019 | 4:18 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: পুঁজিবাজারে টানা তৃতীয় দিনের মতো অধিকাংশ শেয়ারের দাম কমেছে। বৃহস্পতিবার দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকসহ তিনটি সূচকই সামান্য বেড়েছে। তবে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দাম কমেছে। সেই সঙ্গে কমেছে আর্থিক ও শেয়ার লেনদেন।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। সেই সঙ্গে কমেছে সব সূচক। তবে দিন শেষে সিএসইতে আর্থিক ও শেয়ার লেনদেন কিছুটা বেড়েছে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪৭টি কোম্পানির ১০ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ৬৪৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ৭৭টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার।

বিজ্ঞাপন

দিন শেষে ডিএসইতে ৫৮৫ কোটি ৫১ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৭০৮ কোটি ১২ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৫৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩ পয়েন্টে উন্নীত হয়। ডিএসইএস শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯২ পয়েন্টে উন্নীত হয়।

অন্যদিকে বৃহস্পতিবার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫০টি কোম্পানির ৫১ লাখ ৭৬৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ৫২টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার।

দিনশেষে সিএসইতে ২১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২০ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে ১৭ হাজার ৩৫১ পয়েন্ট নেমে আসে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন