বিজ্ঞাপন

সংকটাপন্ন হয়ে পড়েছে খালেদা জিয়ার জীবন: রিজভী

March 15, 2019 | 2:00 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: মারাত্মক অসুস্থতার কারণে কারাবন্দি বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

খালেদা জিয়ার কারাবন্দি ও অসুস্থতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিহিংসা আর জেদের কারণে উপযুক্ত চিকিৎসার অভাবে সংকটাপন্ন হয়ে পড়েছে বেগম খালেদা জিয়ার জীবন।’

শুক্রবার (১৫ মার্চ) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে সম্পূর্ণ নির্দোষ বেগম জিয়াকে প্রাচীন ও জীর্ণ কারাগারে বন্দি করে রেখেছেন শেখ হাসিনা। তার নির্দেশেই বেগম জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। তার জামিন নিয়ে টালবাহানা করা হচ্ছে, চিকিৎসা সেবা থেকেও করা হয়েছে বঞ্চিত।’

খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যদের সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই বিনা চিকিৎসায় ৭৪ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রীকে অন্ধকার প্রকোষ্ঠে ফেলে রেখে শাস্তি দেওয়া হচ্ছে। তার ওপর সরাকরের অসহিষ্ণুতা প্রতিদিনই প্রবল হয়ে উঠছে।’

সরকার প্রধানের উদ্দেশে তিনি বলেন, ‘ইতিহাস বড়ই নির্মম। বন্দুকের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে, রাতের আঁধারে ব্যালট পেপারে সিল মেরে, ক্ষমতা কুক্ষিগত করে, সংবিধানকে নিজের ইচ্ছামতো সংশোধন করে অপরিসীম ক্ষমতাধর হয়ে উঠে বেগম খালেদা জিয়ার ওপর নিষ্ঠুর নির্যাতন করছেন। এর হিসাব একদিন জনগণের কাছে আপনাকে দিতে হবে।’

বিজ্ঞাপন

‘এখনও সময় আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। তাকে তার পছন্দ অনুযায়ী হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ দিন,’— বলেন রিজভী।

সাধারণ মানুষের পেটে ছুরি মারতে সরকার আবারও গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে অভিযোগ করে তিনি বলেন, ‘শুধুমাত্র লুটপাটের জন্য বেআইনিভাবে গ্যাসের মূল্য শতকরা ১০৩ ভাগ বৃদ্ধি করা হচ্ছে, যা বেআইনি পদক্ষেপ। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, সাধারণ গ্রাহক, ব্যবসায়ী, রাজনীতিক, সাংবাদিকরাসহ দেশের আপামর জনসাধারণ গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবকে প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবি জানালেও নিষ্ঠুর নির্দয় সরকার তা শুনছে না।’

গ্যাসের দাম বাড়ালে শিল্পের বিকাশ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে উল্লেখ করে রিজভী বলেন, ‘এমনিতে ঘরে ঘরে বেকারের সংখ্যা বাড়ছে। গ্যাসের দাম বাড়ালে ঘরে ঘরে বেকারের কারখানা তৈরি হবে। গ্যাসের দাম বাড়লে সরকার বিদ্যুতের দাম বাড়াবে। পরিবহন ব্যবসায়ীরা বাড়াবেন ভাড়া। সব মিলিয়ে বাড়বে জীবনযাত্রার ব্যয়।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়াপারসনের উপদেষ্টা আবদুস সালামসহ অন্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/টিআর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন