বিজ্ঞাপন

নিরাপদে ক্রিকেটাররা, স্বস্তিতে ফুটবলাররা

March 15, 2019 | 9:20 pm

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকা: ঘুম থেকে উঠেই দু:স্বপ্নের মতো খবর এলো চোখের সামনে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলা। সেই হামলায় যেতো পারতো দেশের ক্রিকেটারদের প্রাণ। তবে,অল্পের জন্য বেঁচে যাওয়া তামিম-রিয়াদ-মুশফিকদের নিয়ে উদ্বেগ যেন থামছেই না।

নিউজিল্যান্ডে এমন ঘটনায় উদ্বেগের মধ্যে আছে কাতারে বিশেষ ক্যাম্পে থাকা বাংলাদেশের ফুটবলাররাও।

বিজ্ঞাপন

ঘুম থেকে জেগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ঘটনায় উদ্বীগ্ন হয়ে পড়েন বিপলু-সুফিলর-রবিউলরা। খোঁজ নেন ক্রিকেটারদের বিষয়ে। এসময় আতঙ্ক বিরাজ করছিলো তাদের মনেও। এ বিষয়ে ক্যাম্পে ফুটবলারদের সঙ্গে থাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া অফিসার খালিদ এক সংবাদমাধ্যমকে জানান, নিউজিল্যান্ডে আমাদের ক্রিকেটারদের আল্লাহ রক্ষা করেছেন, এ জন্য ফুটবলারদের মধ্যে স্বস্তি এসেছে। তবে তাদের মধ্যেও একটা ভয় তৈরি হয়েছে। এমন অঘটন তো যে কোনো স্থানেই হতে পারে।’

প্রস্তুতি ম্যাচ আজ শুক্রবার রাতে থাকায় অনুশীলন ছিল না জেমি ডে‘র শিষ্যদের। সকাল থেকেই ক্রিকেটারদের সবশেষ অবস্থা নিয়ে চিন্তিত ছিল ফুটবলাররা। ভয়-আতঙ্ক বিরাজ করছিলো তাদের মনেও। তবে, ক্রিকেটারদের নিরাপদে থাকার খবরে স্বস্তি ফিরেছে লাল-সবুজ শিবিরে।

বিজ্ঞাপন

বাফুফে মিডিয়া ম্যানেজারের কথায়, ‘পৃথিবীর কোথাও এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটুক তা কেউ চাননা। যখন জানা গেছে সেখানে বাংলাদেশিও নিহত হয়েছেন তখন ফুটবলাররা বেশি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। আমাদের ক্রিকেটাররা মসজিদে প্রবেশের আগেই হামলা হয়েছে এবং তামিম-মুশফিকরা ভালো আছেন জানার পর কিছুটা স্বস্তি এসেছে ফুটবলারদের মধ্যে।’

ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন উঠছে ক্রীড়াঙ্গল মহলে। কাতারের দোহায় কেমন নিরাপত্তায় আছেন ফুটবলাররা জানালেন এই বাফুফে কর্মকর্তা, ‘এখানে আগে থেকেই কঠোর নিরাপত্তার মধ্যে আছেন ফুটবলাররা। হোটেলকক্ষ থেকে শুরু করে ফুটবলারদের যাতায়াতের সম্ভাব্য স্থানগুলো সিসি ক্যামেরার আওতাভুক্ত। তারপরও নিউজিল্যান্ডের ঘটনায় এক ধরনের উৎকণ্ঠা তো আছেই।’

এমন হামলায় শোক প্রকাশ করেছে দেশের ফুটবলারসহ ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা। সঙ্গে ক্রিকেটাররা যাতে দ্রুত সুস্থ শরীরে দেশে ফিরে আসেন সেই কামনা করেন তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন