বিজ্ঞাপন

জঙ্গিবাদে অর্থায়ন, ঘুষ বাণিজ্যে তিনজন গ্রেফতার

January 22, 2018 | 2:00 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা : শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসির উদ্দিন, শিক্ষা মন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিও) মোতালেব হোসেন এবং লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হোসেন মতিনকে গ্রেফতারের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মন্ত্রী জানান, তাদের কারো বিরুদ্ধে জঙ্গিবাদে অর্থ সহায়তা অাবার কারো বিরুদ্ধে ঘুষ বাণিজ্যে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা পরিদর্শন শেষে সোমবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  তাদেরকে কেউ বিনা কারণে উঠিয়ে নিয়ে যাননি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ)  একটি টিম তাদের দুজনকে গুলশান ও একজনকে বছিলা থেকে গ্রেফতার করেছে। তাদের আদালতে তোলা হবে।

বিজ্ঞাপন

পুলিশের ডিআইজি মিজানের ব্যাপারে জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, মিজানের ব্যাপারে পুলিশ সদর দফতর তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত চলছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/ইউজে/একে/জেডএফ

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন