বিজ্ঞাপন

ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনির মৃত্যু

March 20, 2019 | 5:43 pm

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও জরুরি সেবাকেন্দ্র এই তথ্য জানিয়েছে। নিহতরা হলেন, ওমর আবু(১৯), রায়েদ হামদান(২১), জায়েদ নাউরি(২০)। এদের মধ্যে ওমর আবু গত ১৭ মার্চ ছুরিকাঘাতে ইসরায়েলি সৈন্যকে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। খবর আল-জাজিরার।

বিজ্ঞাপন

দখলকৃত  পশ্চিম তীরের নাবলুস শহরে ঐতিহাসিক ‘জোসেফ টম্ব’ নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের দ্বন্দ্ব বহুদিনের। এছাড়া সেখানে অবৈধ ইহুদি বসতি নিয়ে প্রতিবাদ করছে ফিলিস্তিনিরা। তবে সেখানে ইসরায়েলি কঠোর নিরাপত্তা রয়েছে।

রেড ক্রিসেন্ট জানায়, ফিলিস্তিনের যুবক ও ইসরায়েলি সৈন্যদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। অন্তত নয়জন এই ঘটনায় আহত হয়েছেন। আরও দুজনের গায়ে গুলি লেগেছে। ইসরায়েলি সৈন্যরা জরুরি ত্রাণ সহায়তা অবরুদ্ধ গাজায় পাঠাতে দিচ্ছে না।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে জানায়, একটি গাড়ি থেকে বিস্ফোরক নিক্ষেপের জবাবে গুলি ছোড়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন