বিজ্ঞাপন

কাতার মাতিয়ে বাহরাইনের পথে বাংলাদেশ

March 20, 2019 | 6:22 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

ঢাকাঃ কাতারে ১০ দিনের বিশেষ প্রশিক্ষক ক্যাম্প শেষ। এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বের জন্য নিজেদের ভালোই প্রস্তুত করেছে ফুটবলাররা। দুটি প্রস্তুতি ম্যাচে দারুণ ফুটবল উপহার দিয়েছে জেমি ডে’র শিষ্যরা।

প্রথম ম্যাচে কাতার স্টার্স লিগের ক্লাব আল শাহানিয়াকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার রাতে আল আরাবিয়ার সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করেছে লাল-সবুজরা।

বিজ্ঞাপন

ম্যাচে আধিপত্য নিয়ে খেলা বাংলাদেশ অবশ্য ৩৭ মিনিটে ধাক্কা খায় গোল হজম করে। আল আরাবির অধিনায়ক হাসান দাদ গোল করে লিড এনে দেন স্বাগতিকদের। পরে ৬১ মিনিটে বদলি হিসেবে নামা রকি বদলে দেয় ব্যবধান। আরামবাগের এই ডিফেন্ডারের গোলই সমতায় ফেরে বাংলাদেশ।

বাংলাদেশ

এর আগে প্রথম ম্যাচে আশরাফুল ইসলামের একমাত্র গোলে লাল-সবুজরা হারিয়েছিল আল শাহানিয়া ক্লাবকে। দ্বিতীয় ম্যাচেও অপরাজিত থেকেছে ফুটবলাররা।

বিজ্ঞাপন

কাতার থেকে এই আত্মবিশ্বাস নিয়েই বাহরাইনের যেতে ব্যাগ গুছিয়েছে এখন ভ্রমণে রবিউল-আরিফ-সুফিলরা। আজকের মধ্যে বাহরাইনে পৌঁছে যাওয়ার কথা।

বাহরাইন, প্যালেস্টাইন ও শ্রীলঙ্কার সঙ্গে খেলবে বাংলাদেশ। ২২, ২৪ ও ২৬ মার্চ এই তিন দিনে।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন