বিজ্ঞাপন

বুর্জ খলিফায় আলোকিত আরডার্ন

March 23, 2019 | 2:12 pm

আন্তর্জাতিক ডেস্ক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের মসজিদে সন্ত্রাসী হামলার শোকে এখনো কাতর গোটা বিশ্ব। হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার (২৩ মার্চ) ছবিতে আলোকিত করা হয়েছে দুবাইয়ের বুর্জ খলিফা ভবন। সেই ছবিতে জাসিন্ডা আরডার্ন হিজাব পরে জড়িয়ে আছেন কোনো এক ভুক্তভোগীকে।

বিজ্ঞাপন

মুসলিমদের প্রতি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সহমর্মিতা প্রশংসায় ভাসছে। আরডার্নের স্তুতিতে যোগ হয়েছেন, দুবাইয়ের প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন রাশিদ আল মুকতামও।

বিন রাশিদ বলেন, সন্ত্রাসী হামলা গোটা মুসলিম সম্প্রদায়কে নাড়া দিয়েছে। নিউজিল্যান্ড ও দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নকে ধন্যবাদ ১.৫ বিলিয়ন ‍মুসলমানের মন জয় করার জন্য।

উল্লেখ্য, সন্ত্রাসী হামলায় গত ১৫ মার্চ ৫০ জনের মৃত্যুর পরই মুসলিম সম্প্রদায়ের ব্যথা প্রশমনের জন্য বেশকিছু দৃশ্যমান পদক্ষেপ নেন আরডার্ন। এরমধ্যে রয়েছে, সেমি-অটোমেটিক অস্ত্র বাতিল, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতে আজান প্রচার। এছাড়া, সন্ত্রাসী হামলা নিয়ে পার্লামেন্ট ও জনসমক্ষে দেওয়া তার ভাষণগুলো মন জয় করেছে নিয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে সারাবিশ্বের মানুষের।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন