বিজ্ঞাপন

দারুণ গতিতে ছুটছেন দোলেশ্বরের সাইফ

March 23, 2019 | 6:17 pm

স্পোর্টস ডেস্ক

চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শুরু থেকেই দারুণ গতিতে ছুটে চলেছেন প্রাইম দোলেশ্বরের টপঅর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান। টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। শনিবার (২৩ মার্চ) লিগের পঞ্চম রাউন্ডে বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে খেলাঘরের বিপক্ষে খেলেছেন অপরাজিত ১৩২ রানের ইনিংস। আগের ম্যাচে গাজী গ্রুপের বিপক্ষে মিরপুরে খেলেছিলেন ১০২ রানের চোখধাঁধানো ইনিংস।

বিজ্ঞাপন

লিস্ট এ ক্যারিয়ারে এটি সাইফের তৃতীয় সেঞ্চুরি। এই মৌসুমে প্রথম রাউন্ডে শাইনপুকুরের বিপক্ষে করেছিলেন অপরাজিত ৮৩ রান। পরের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে করেছিলেন ৮৫ রান। তৃতীয় রাউন্ডে ৯ রান করে বিদায় নেন। চতুর্থ রাউন্ডে ১০২ আর সবশেষ খেলা পঞ্চম রাউন্ডে সাইফ করলেন অপরাজিত ১৩২ রান। ম্যাচ সেরাও নির্বাচিত হন তিনি।

আগে ব্যাটিংয়ে নেমে খেলাঘর নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ২৫৭ রান। জবাবে, ৪৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে প্রাইম দোলেশ্বর। ৭ উইকেটের এই জয়ে ৫ রাউন্ড শেষে চারটি ম্যাচেই জিতলো দোলেশ্বর।

খেলাঘরের উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন ইনিংস সর্বোচ্চ ৮৮ রান করেন। ওপেনার সাদিকুর রহমান করেন ৫৮ রান। ভারতীয় ব্যাটসম্যান আল মানেরিয়া ২১, ওপেনার রবিউল ইসলাম রবি ১৭, অমিত মজুমদার ১৮, মইনুল ইসলাম ২১ রান করেন। প্রাইম দোলেশ্বরের দলপতি ফরহাদ রেজা তিনটি, আবু জায়েদ রাহি দুটি, সৈকত আলি দুটি, আরাফাত সানি একটি করে উইকেট তুলে নেন।

বিজ্ঞাপন

২৫৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে প্রাইম দোলেশ্বরের ওপেনার সৈকত আলি ব্যক্তিগত ১৪ রানে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার সাইফ হাসান ছিলেন নিজের মতোই। ১৩৪ বলে খেলেন সর্বোচ্চ ১৩২ রানের ইনিংস। ২১০ মিনিট ক্রিজে থেকে হাঁকিয়েছেন ৯টি চার আর ৩টি ছক্কা। তিন নম্বরে নামা মাহমুদুল হাসান ২৪, মার্শাল আইয়ুব ৪০ রান করেন। সাদ নাসিম ২৬ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন।

** বিকেএসপির নাটকীয় জয়
** সাব্বিরের অলরাউন্ড পারফর্মে শাইনপুকুরের সহজ জয়

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন