বিজ্ঞাপন

খেলতে খেলতে গলায় ফাঁস…

March 23, 2019 | 7:35 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর মাতুয়াইল এলাকায় খেলার সময় তাহসান আহমেদ নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে শনিবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন। এর আগে দুপুর দেড়টার দিকে ঘটনা ঘটে।

তাহসানের বাবার নাম গিয়াস উদ্দিন। তিনি গুলিস্তানে কাপড়ের ব্যবসা করেন। মা তসলিমা বেগম গৃহিনী। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়গঞ্জ উপজেলার আসারকোঠা গ্রামে। ঢাকায় তারা মাতুয়াইল মুসলিম নগর এলাকায় তারা বসবাস করেন।

তসলিমার ভাই আজগর হোসেন জানান, তাহসান মিজবা উলুম মাদরাসায় হাফেজি পড়তো। দুপুরে বড় ভাই জিহাদের (১২) সঙ্গে বাসায় খেলছিল তাহসান। ওদের মা তাসলিমা হঠাৎ চিৎকার শুনতে পেয়ে ঘরে গিয়ে দেখেন তাহসানের গলায় গামছা পেঁচানো। প্রথমে তাকে উদ্ধার স্থানীয় হাসপাতালে নিয়ে যায় হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাহসানকে মৃত ঘোষণ করে।

বিজ্ঞাপন

তিনি বলেন, স্বজনদের ধারণা দুই ভাই গামছা দিয়ে খেলার সময় গলায় পেঁচিয়ে এই দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এটি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন