বিজ্ঞাপন

ইউল্যাব ফেয়ার প্লে কাপে ইউরোপিয়ান ও প্রাইম ইউনিভার্সিটির জয়

March 24, 2019 | 5:44 pm

স্পোর্টস ডেস্ক

১২তম ইউল্যাব ফেয়ার প্লে কাপের ( ইন্টার প্রাইভেট ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট) প্রথম রাউন্ডে রোববারের (২৪ মার্চ) মুখোমুখি লড়াইয়ে নামে ইউরোপিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ (ইইউবি) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে (ডিআইইউ)। আরেক ম্যাচে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ( আই ইউ বি) বিপক্ষে মাঠে নামে বিইউবিটি।

বিজ্ঞাপন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে (ডিআইইউ) ৭১ রানে হারিয়েছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ (ইইউবি)। আরেক ম্যাচে উত্তরা ইউনিভার্সিটিকে ৮ উইকেটে হারায় প্রাইম ইউনিভার্সিটি।

ইউরোপিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ (ইইউবি) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইইউবি। নির্ধারিত (২০) ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে তারা। জবাবে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে ড্যাফোডিল। তাতেই ৭১ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়া ইইউবি।

ইইউবি’র হয়ে শাহাদাত হোসেন ৩৮ বলে ৬৮ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হন।

বিজ্ঞাপন

আরও পড়ুন: সেমিতে ইউল্যাব ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি

দিনের আরেক ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় প্রাইম ইউনিভার্সিটি। টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৭২ রান সংগ্রহ করে উত্তরা ইউনিভার্সিটি। জবাবে সহজ টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৬ ওভার খেলে মাত্র ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ইউনিভার্সিটি (৭৬/২)। তাতে ৮ ইউকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

প্রাইম ইউনিভার্সিটির ইমরান রাফি ব্যাট হাতে ১৪ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস ও বল হাতে ১টি উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন।

এ বছর প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করেছে ১০টি বিশ্ববিদ্যালয়। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), প্রাইম ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং টুর্নামেন্টের আয়োজক স্বাগতিক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

বিজ্ঞাপন

পুরো প্রতিযোগিতায় ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে ২০ ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে সেরা চারটি দল সেমিফাইনালে খেলবে। প্রথম রাউন্ড শেষে বিজয়ী চারটি দল ফাইনালে ওঠার জন্য ২৮ মার্চ থেকে সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হবে। আর ১ এপ্রিল অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনুষ্ঠিত একমাত্র ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে ইউল্যাব ফেয়ার প্লে কাপ ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এ টুর্নামেন্টে সব রকম কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সারাবাংলা.নেট।

অনলাইন আপডেট এবং লাইভ স্কোর জানতে ভিজিট করুন: http://cricket.ulab.edu.bd

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন